৪ শতাংশ ডিএ বাড়ল কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের, কত থেকে কত হল?

নয়াদিল্লি: উৎসবের মরশুমে সুখবর! যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে ৪ শতাংশ মহার্ঘ ভাতা ডিএ বাড়ল কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। বুধবার কেন্দ্রীয় মন্ত্রীসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অক্টোবরে পুজোর মরশুমের ঠিক আগে এই বড়ো ঘোষণায় দারুণ খুশি কেন্দ্রীয় কর্মচারীরা।

নতুন হারে ডিএ কার্যকর হবে ২০২৩ সালের জুলাই মাস থেকেই। এর আগে ২৪ মার্চের ঘোষণায় ১ জানুয়ারি থেকে মিলেছিল বর্ধিত ডিএ। তাতে ডিএ বেড়ে হয়েছিল ৪২ শতাংশ। এখন তা চার শতাংশ বেড়ে হল ৪৬ শতাংশ।

জানা গিয়েছে, নতুন ডিএ বৃদ্ধির ফলে চলতি বছরের জুলাই মাস থেকে বকেয়ার অংশও আগামী মাসের বেতনের সঙ্গে পেয়ে যাবেন কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা।

প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের মূল বেতনের একটি অংশ হিসাবে গণনা করা হয় ডিএ। যে হারে দেশে মুদ্রাস্ফীতি বৃদ্ধি পায়, তা থেকে সরকারি কর্মচারীদের স্বস্তি দিতে কেন্দ্রীয় সরকার এই মহার্ঘ ভাতা বৃদ্ধি করে।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক