একশো দিনের কাজের প্রকল্পে পশ্চিমবঙ্গের জন্য বরাদ্দ টাকা এখনও রাজ্যের তহবিলে আসেনি। রাজ্যসভায় তৃণমূল সাংসদের প্রশ্নের লিখিত জবাবে কেন্দ্রীয় সরকার ৩৩টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের নামের তালিকা দিলেও বাদ পড়ল পশ্চিমবঙ্গ। এই নিয়েই তীব্র প্রতিবাদ তৃণমূলের। দলের দাবি, রাজনৈতিক প্রতিহিংসা থেকেই বাংলা ও বাঙালিকে পরিকল্পিতভাবে অপমান করা হচ্ছে।
তৃণমূল সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলেন, “বাংলা কি ভারতবর্ষের মানচিত্রের বাইরে?” তাঁর অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজনৈতিক লড়াইয়ে পেরে না উঠে বাংলা থেকে হকের টাকা কেড়ে নিচ্ছে মোদী সরকার।
রাজ্যসভায় কেন্দ্র জানিয়েছে, ২০২৪-২৫ অর্থবর্ষে এখনও পর্যন্ত ৪৪ হাজার ৪৭৯ কোটি টাকার বেশি অর্থ বিভিন্ন রাজ্যে পাঠানো হয়েছে এবং ১০০ দিনের প্রকল্পে কোনও বকেয়া নেই। তবে এই তালিকায় পশ্চিমবঙ্গের নাম উল্লেখ না থাকায় প্রশ্ন উঠেছে, রাজ্যকে কি ইচ্ছাকৃতভাবে বঞ্চিত করা হচ্ছে?
তৃণমূলের বক্তব্য, ২০২১ সালের ডিসেম্বর থেকে কেন্দ্র প্রায় ৭০০ কোটি টাকা আটকে রেখেছে। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি, রাজনৈতিক কারণে বাংলার প্রাপ্য বন্ধ রেখে রাজ্যের ১০ কোটি মানুষকে অবমাননা করা হচ্ছে।
কলকাতা হাই কোর্ট ইতিমধ্যেই নির্দেশ দিয়েছে, আগামী ১ অগস্ট থেকে রাজ্যে ১০০ দিনের কাজ শুরু করতে হবে। দুর্নীতি রুখতে কেন্দ্র পর্যবেক্ষণ চালাতে পারে, কিন্তু প্রকল্প বন্ধ রাখা যাবে না।