৪০ ফুট গভীর খাদে যাত্রীবোঝাই বাস, ছত্তীসগঢ়ে মৃত অন্তত ১২, আহত ১৪

দুর্গ, ছত্তীসগঢ়: দুর্গ জেলার কুমহারি এলাকায় একটি বাস উল্টে খাদে পড়ে গেলে অন্তত ১২ জন যাত্রী নিহত এবং ১৪ জন আহত হয়েছে জানিয়েছে স্থানীয় প্রশাসন। জানা গিয়েছে, কাজের শেষে ওই বাসে চেপে ফিরছিলেন একটি বেসরকারি সংস্থার কর্মচারীরা।

মঙ্গলবার রাত সাড়ে ৮টা নাগাদ ঘটনাটি ঘটে বলে জানান দুর্গের জেলাশাসক রিচা প্রকাশ চৌধুরী। তিনি জানান, ১২ জন যাত্রী নিহত এবং ১৪ জন গুরুতর আহত হয়েছেন। যাত্রীটি বোঝাই বাসটি দুর্গে একটি ৪০ ফুট গভীর খাদানে পড়ে যায়। নির্মাণকাজের জন্য এ ধরনের খাদান ব্যবহার করা হয়।

সেই ঘটনায় শোকপ্রকাশ করেছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই। আহত শ্রমিকদের চিকিৎসার জন্য যাবতীয় পদক্ষেপ করা হচ্ছে বলে জানিয়েছেন ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘দুর্গের কুমহারির কাছে একটি বেসরকারি কোম্পানির কর্মচারী বোঝাই বাস দুর্ঘটনার মুখে পড়েছে। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি। দুর্ঘটনায় আহত কর্মচারীদের চিকিৎসার জন্য যাবতীয় পদক্ষেপ করা হচ্ছে। তাঁদের দ্রুত আরোগ্য কামনা করছি।’

Related posts

উলুবেড়িয়ায় ভোটের ডিউটিতে এসে মহিলার শ্লীলতাহানির অভিযোগ বিএসএফ জওয়ানের বিরুদ্ধে

বিজেপিতে বড় ধাক্কা! ভোটের মধ্যেই তৃণমূলে যোগ দিলেন বিদায়ী সাংসদ

সুন্দরবনে চোরাশিকারিদের হাতে খুন বনকর্মী, তদন্তে পুলিশ