কলকাতা: অক্টোবর মাসের অধিকাংশ দিনই ছুটি ছিল। কারণ বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো ছিল এই মাসেই। এছাড়া গান্ধীজির জন্মদিন থেকে লক্ষ্মীপুজো— ছুটির তালিকায় ভরপুর ছিল গোটা মাস। মাসের শেষ দিন, ৩১ অক্টোবর কালীপুজোও ছুটির দিন হিসেবে যুক্ত হয়েছে। তবে উৎসবের রেশ এখানেই থেমে নেই। নভেম্বর মাসও রাজ্য সরকারি কর্মচারীদের কাছে এক লম্বা ছুটির আনন্দ নিয়ে আসছে। এই ৩০ দিনের মধ্যে প্রায় ১৪ দিনই ছুটি।
রাজ্য সরকারের অর্থ দফতর প্রতি বছর নভেম্বর মাসে পরবর্তী বছরের ছুটির ক্যালেন্ডার প্রকাশ করে থাকে। তাতে দেখা যাচ্ছে, এবারের নভেম্বর মাসে ছুটির ছড়াছড়ি। ৩১ অক্টোবর কালীপুজো বৃহস্পতিবার, এর পরের দিন অর্থাৎ ১ নভেম্বর শুক্রবারও ছুটি রাখা হয়েছে। তার সঙ্গে শনি ও রবিবার মিলিয়ে ৩১ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি মিলবে।
এর পর দু’দিন অফিস চালু থাকলেও, ৭ নভেম্বর ছটপুজো উপলক্ষে আবার ছুটি। ছটপুজো বৃহস্পতিবার হলেও, পরের দিন শুক্রবারও ছুটির মধ্যে যুক্ত হয়েছে। আবার শনি ও রবিবার মিলিয়ে ৭ থেকে ১০ নভেম্বর পর্যন্ত চার দিনের টানা ছুটি পেতে চলেছেন রাজ্য সরকারি কর্মচারীরা।
তারপর ১৫ নভেম্বর গুরু নানকের জন্মদিন উপলক্ষে শুক্রবার ছুটি। এই দিনটির পরে শনি ও রবি যুক্ত হয়ে ১৫ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত তিন দিনের ছুটি হবে। নভেম্বরে এটিই দীর্ঘতম ছুটির শেষ তালিকা। তবে মাসের শেষে ২৩ ও ২৪ নভেম্বর এবং ৩০ নভেম্বরের শনি, রবি মিলিয়ে ছুটির আনন্দে পরিপূর্ণ একটি নভেম্বর মাস পাচ্ছেন সরকারি কর্মচারীরা।