নদিয়ার কল্যাণীতে এক মহিলাকে গণধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য। পুলিশ ইতিমধ্যেই আটজনকে গ্রেফতার করেছে। মঙ্গলবার রাতে কল্যাণী ব্যারাকপুর এক্সপ্রেসের নীচে এই মর্মান্তিক ঘটনা ঘটে বলে জানা যায়। যেখানে অভিযুক্তরা মদ্যপ অবস্থায় নির্যাতিতাকে স্বামীর সামনে তাঁকে টেনে নিয়ে গিয়ে গণধর্ষণ করে।
স্থানীয়রা নির্যাতিতার চিৎকার শুনে ছুটে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। বুধবার সকালে নির্যাতিতা ও তাঁর পরিবার কল্যাণী থানায় অভিযোগ দায়ের করেন। এরপর দ্রুত তদন্ত শুরু করে পুলিশ। কাঁচরাপাড়া থেকে প্রথমে চারজনকে গ্রেফতার করা হয়, যাদের তথ্যের ভিত্তিতে আরও চারজনকে আটক করা সম্ভব হয়।
পুলিশ জানিয়েছে, নির্যাতিতার স্বামীর লিখিত অভিযোগে বলা হয়েছে যে, তাঁরা সেতুর উপর দিয়ে ফেরার সময় অভিযুক্তরা তাঁদের উপর আচমকা আক্রমণ করে এবং মহিলাকে সেতুর নিচে নিয়ে গিয়ে নির্যাতন চালায়।
এ ঘটনায় ফরেনসিক বিশেষজ্ঞদের একটি দলকে তদন্তে সহায়তার জন্য আনা হয়েছে, যারা ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করেছে। নমুনার মধ্যে ভাঙা চুড়ি ও টিফিন বাক্সও রয়েছে। ফরেন্সিক বিশেষজ্ঞ সন্দীপ ঘোষ জানিয়েছেন, “গণধর্ষণের অভিযোগের প্রেক্ষিতে প্রমাণ সংগ্রহ করা হয়েছে এবং সেগুলি পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হবে।”