পিকনিক করতে যাওয়ার পথে মর্মান্তিক পরিণতি, অসমে ট্রাকের সঙ্গে সংঘর্ষে মৃত অন্তত ১৪

অসমে ভয়াবহ বাস দুর্ঘটনা। ছবি সৌজন্যে এএনআই

অসমের দেরগাঁওতে বড়সড় সড়ক দুর্ঘটনা। বুধবার (৩ জানুয়ারি) সকালে ৪৫ জন যাত্রী বহনকারী একটি বাস ও একটি ট্রাকের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। দুর্ঘটনায় ১৪ জন মারা যান এবং ২৭ জন গুরুতর আহত হন।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। স্থানীয় লোকজনের সহায়তায় বাসে আটকে পড়া লোকজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, এ দিন ভোর ৫টা নাগাদ অসমের গোলাঘাট জেলার দেরগাঁওয়ের কাছে দুর্ঘটনাটি ঘটে। বাসের যাত্রীরা পিকনিক করতে যাচ্ছিলেন। তিনসুকিয়ার তিলিঙ্গা মন্দিরে যাওয়ার পথে দেরগাঁওয়ে সামনে থেকে আসা একটি ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। দুটি গাড়ির গতি খুবই বেশি হওয়ায় বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। বাসের ভেতরে থাকা ১৪ জন ঘটনাস্থলেই মারা যান।

পুলিশ জানিয়েছে, বাসের যাত্রীরা পিকনিক করতে ভোর ৩টে নাগাদ তারা সবাই রওনা দিয়েছিল। যে ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হয় সেটি মারগেরিতা থেকে আসছিল। তাতে কয়লা বোঝাই ছিল। দুর্ঘটনার সময় ঘন কুয়াশা ছিল। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Related posts

উলুবেড়িয়ায় ভোটের ডিউটিতে এসে মহিলার শ্লীলতাহানির অভিযোগ বিএসএফ জওয়ানের বিরুদ্ধে

বিজেপিতে বড় ধাক্কা! ভোটের মধ্যেই তৃণমূলে যোগ দিলেন বিদায়ী সাংসদ

সুন্দরবনে চোরাশিকারিদের হাতে খুন বনকর্মী, তদন্তে পুলিশ