করোনা আক্রান্ত থানার ২১ আইনরক্ষক! আইন সামলাবে কে?

করোনার থাবায় প্রায় লাটে উঠতে বসেছে একটা গোটা থানা। নদীয়ার শান্তিপুর থানা। যেখানে করোনা আক্রান্ত একসঙ্গে ২১জন পুলিশ কর্মী। আইনি পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কায় প্রহর গুনছে স্থানীয় প্রশাসন।

করোনা সংক্রমনের তৃতীয় ঢেউ কার্যত বিপর্যস্ত করে তুলেছে জনজীবন। প্রথম এবং দ্বিতীয় ঢেউ কে ছাপিয়ে গিয়ে প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা।

এই পরিস্থিতিতে শান্তিপুর থানার অবশিষ্ট পুলিশ কর্মীদের মধ্যেও কয়েকজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ার কারণে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে তাঁদের করোনা পরীক্ষা করানো হয়।

এর আগেই শান্তিপুর থানায় পুলিশ আধিকারিক সহ ১১ জন কর্মীর মধ্যে করোনা সংক্রমণ ধরা পড়ে। বুধবার নতুন করে রিপোর্টে আরও ১০ জনের করোনা সংক্রমণ পজিটিভ ধরা পড়ে। যার ফলে একটি থানার মধ্যেই মোট ২১ জন পুলিশ কর্মী আক্রান্ত হওয়ার ঘটনা ঘটল।

সূত্রের খবর, আরো অনেক পুলিশকর্মীর করোনা রিপোর্ট করতে বাকি রয়েছে। রিপোর্ট হাতে এলেই বোঝা যাবে করোনা সংক্রমনের হার বাড়তে পারে কিনা। স্বাভাবিকভাবেই শান্তিপুর থানার আইনি পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

Related posts

বিকেল ৫টা পর্যন্ত বাংলার সাত লোকসভা কেন্দ্রে ভোট পড়ল ৭৩ শতাংশ

হুগলির ধনিয়াখালিতে বিক্ষোভের মুখে লকেট, অশান্ত পরিস্থিতি

ভোট চলাকালীন ঝেঁপে বৃষ্টি, ছাতা মাথায় ভিড় ভোটারদের