২৪ ঘণ্টা তৃণমূলনেত্রীর প্রচারে নিষেধাজ্ঞা, কমিশনের সিদ্ধান্তের প্রতিবাদ, কাল ধরণায় বসছেন মমতা

কলকাতা: নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের প্রতিবাদে আগামিকাল, মঙ্গলবার ধরণায় বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷  কলকাতায় গাঁধি মূর্তির নীচে বেলা ১১টা থেকে ধরণায় বসতে চলেছেন তিনি৷ কমিশনের বিজ্ঞপ্তি জারির পর টুইট করে একথা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই৷


প্রসঙ্গ, আগামী ২৪ ঘণ্টা তৃণমূল নেত্রীর প্রচারে নিষেধাজ্ঞার নির্দেশ দিল নির্বাচন কমিশন। কমিশন জানাল, আজ সোমবার রাত ৮ টা থেকে আগামিকাল, মঙ্গলবার রাত পর্যন্ত প্রচার করতে পারবেন না তৃণমূলনেত্রী। কমিশনের নির্দেশিকায় বলা হয়েছে, প্ররোচনামূলক বক্তৃতার অভিযোগে মমতাকে পাঠানো নোটিশের জবাবে তারা সন্তুষ্ঠ নয়। সে কারণেই এই নিষেধাজ্ঞা।    

আরও পড়ুন: বাগুইআটির ভিআইপি ব্রিজের তলায় আগুন, ঘটনাস্থলে মমতা

মুখ্যমন্ত্রী যে ভাবে কমিশনের সিদ্ধান্তের প্রতিবাদে ধরণায় বসার কথা জানালেন, তাও এক কথায় নজিরবিহীন হতে চলেছে৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর নিষেধাজ্ঞা চাপানোর কমিশনের এই সিদ্ধান্তকে পক্ষপাতদুষ্ট বলে অভিযোগ তৃণমূলের৷ তার পাল্টা

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন