কলকাতা: গার্ডেনরিচে নির্মীয়মান বহুতল ভেঙে পড়ে ভয়াবহ দুর্ঘটনায় প্রশাসনকে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতোই কড়া পদক্ষেপ কলকাতা পুরনিগমের। এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার-সহ তিনজনকে শোকজ। অন্য় দিকে, গ্রেফতার প্রোমোটার।
জানা গিয়েছে, ১৫ নম্বর বরোর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে শোকজ করেছে কলকাতা পুরসভা। একইসঙ্গে শোকজ করা হয়েছে সাব অ্যাসিসট্যান্ট ইঞ্জিনিয়ার, অ্যাসিসট্যান্ট ইঞ্জিনিয়ারকেও। ৪৮ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে তিনজনকেই। মেয়র ফিরহাদ হাকিম কারণ দর্শানোর চিঠি ধরিয়েছেন ১৫ নম্বর বরোর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, সাব অ্যাসিসট্যান্ট ইঞ্জিনিয়ার ও অ্যাসিসট্যান্ট ইঞ্জিনিয়ারকে। তিনজনকেই জানাতে হবে, কেন এমন ঘটল?
অন্য় দিকে, মহম্মদ ওয়াসিম নামে প্রমোটারকে গ্রেফতার করেছে গার্ডেনরিচ থানার পুলিশ। তাঁর বিরুদ্ধে একাধিক ধারায় জামিন অযোগ্য ধারায় মামলা দেওয়া হয়েছে। পুলিশ সূত্রে খবর, ৩০৪ ধারায় অনিচ্ছাকৃত খুন, ৩০৭ ধারায় খুনের চেষ্টা, অবৈধ নির্মাণের জন্য কলকাতা পুরসভা আইনে মামলা করা হয়েছে।
এ দিন দুর্ঘটনাস্থলে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “যাঁরা বেআইনি কাজ করেছেন, তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে।” এলাকা পরিদর্শন করে তিনি প্রশাসনকে নির্দেশ দেন প্রমোটারের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া জন্য। তার পরই প্রমোটার মহম্মদ ওয়াসিমকে গ্রেফতার করে পুলিশ।
প্রসঙ্গত, রবিবার গভীর রাতে গার্ডেনরিচে একটি নির্মাণ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। এখনও অবধি ৮ জনের মৃত্যুর কথা সরকারি ভাবে জানানো হয়েছে। তবে সে সংখ্যা যে বাড়বে, তেমনটাই স্থানীয় বাসিন্দাদের দাবি।