নয়াদিল্লি: প্রবল বৃষ্টিতে জলমগ্ন পশ্চিম দিল্লির রাজেন্দ্রনগরের এক বিখ্যাত কোচিং সেন্টারের বেসমেন্টে মৃত্যু হল তিন পড়ুয়ার।
ঘটনায় প্রকাশ, দিল্লির ওই বিখ্যাত কোচিং সেন্টারের বেসমেন্টে জল ঢুকে যায়। ঘটনায় তিন ছাত্রের মৃত্যু হয়েছে। ওল্ড রাজেন্দ্রনগরে রাও আইএএস কোচিং সেন্টারে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। সিভিল সার্ভিসের পরীক্ষায় বসার প্রস্তুতি নিচ্ছিলেন মৃতরা। তাঁদের মধ্যে দু’জন মহিলা ও এক জন পুরুষ।
দমকলের তরফে জানানো হয়েছে, শনিবার সন্ধ্যা ৭টা নাগাদ কোচিং সেন্টারের বেসমেন্টে জল জমার খবর পান তাঁরা। যিনি ফোন করেছিলেন তিনি জানান, বেসমেন্টে কয়েক জন আটকে পড়েছেন। তার পরেই পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে পাঠায় দমকল। শুরু হয় উদ্ধারকার্য। পরে উদ্ধারকার্যে যোগ দেয় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীও (এনডিআরএফ)। মধ্যরাতের পরেও চলছে উদ্ধারকার্য।
এই ঘটনায় দু’জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদিকে, দিল্লি সরকার ঘটনার ম্যাজিস্ট্রিয়াল তদন্তের নির্দেশ দিয়েছে।