কলকাতা : বিজ্ঞপ্তি জারি করে প্রাথমিক টেট-এর সময়সূচি জানিয়ে দিল রাজ্য সরকার। আগামী ৩১ জানুয়ারি বেলা ১টায় টেট নেওয়া হবে। বৃহস্পতিবার তৃতীয় টেটের বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে রাজ্যের তরফে। আড়াই ঘণ্টার সময়সীমায় পরীক্ষা হবে। পরীক্ষা হবে মোট ১৫০ নম্বরে।
পাশাপাশি টেট উত্তীর্ণদের প্রাথমিক শিক্ষক পদে নিয়োগের চূড়ান্ত প্রক্রিয়াও শুরু হতে চলেছে জানুয়ারিতে। এ দফায় মোট ১৬ হাজার ৫০০ শূন্যপদে প্রাথমিক শিক্ষক নিয়োগ করা হবে খবর। গত সপ্তাহে রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পরে এ কথা জানিয়ে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সেদিন নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ইন্টারভিউয়ের মাধ্যমে ১৬,৫০০ শূন্যপদে নিয়োগ করা হবে। ১০ থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত চলবে ইন্টারভিউ। যত তাড়াতাড়ি সম্ভব তৈরি হয়ে যাবে নিয়োগ প্যানেল। এখন ১৬,৫০০ শূন্যপদ পূরণ করতে হবে। পাশ করেছে প্রায় ২০ হাজার।
তিনি আরও বলেন, ১০,১৬৩ জন প্রাথমিক শিক্ষক আবেদন করেছিলেন। এর মধ্যে ৬,৪৬৬ জন শিক্ষক নিজের জেলায় বদলি হয়ে গিয়েছেন। তা ৬৪ শতাংশ। উচ্চমাধ্যমিক নিজের জেলায় ৫৫০২ বদলি চেয়েছিলেন। ৩,৮৫২ জনের বদলির ব্যবস্থা করা হয়েছে। উচ্চমাধ্যমিকস্তরে মিউচুয়াল বদলি চেয়েছিলেন ৪৫৯৪ জন। ৪৪৯০টি আবেদন গৃহীত হয়েছে। ৯৮ শতাংশ আবেদন অনুমোদন দিয়েছে সরকার।
এর পাশাপাশি ৩১ জানুয়ারি অফলাইনে তৃতীয় টেটের কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এবার টেট পরীক্ষায় বসতে চলেছেন আড়াই লক্ষ পরীক্ষার্থী।