কলকাতা : অভিনয়ের পাশাপাশি প্রযোজনাতেও আসতে চলেছেন অভিনেতা সোহম চক্রবর্তী।ইতিমধ্যেই খুলে ফেলেছেন তাঁর নিজের নতুন প্রোডাকশন হাউস।
নতুন প্রযোজনা সংস্থাটির নাম রাখা হয়েছে ‘সোহম’স এন্টারটেনমেন্ট। বছরের শেষ দিনটিতে ভক্তদের জন্য এমনই একটি সুখবর দিলেন অভিনেতা সোহম চক্রবর্তী।
‘সোহম’স এন্টারটেনমেন্ট’-এর উদ্যোগে জানুয়ারি মাসেই শুরু হতে চলেছে নতুন ছবির কাজ। জানা গিয়েছে,নতুন ছবিটির নাম রাখা হয়েছে ‘কলকাতার হ্যারি’।
ছবির পরিচালক রাজদীপ ঘোষ। ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করছেন সোহম নিজেই এবং তাঁর বিপরীতে রয়েছেন প্রিয়াঙ্কা সরকার। ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন লাবনী সরকার এবং শিশুশিল্পী ঐশিকি গুহঠাকুর ।
এটি একটি পারিবারিক ছবি। ছবির সংগীত পরিচালনা করছেন জিৎ গঙ্গোপাধ্যায়।
আরও পড়ুন : হিন্দি ছবি ‘মাই ডার্লিং’ এর পোস্টার ও ট্রেলর প্রকাশিত হল