অ্যাডিনো-উদ্বেগের মধ্যেই নিউমোনিয়ার দাপট

কলকাতা: অ্যাডিনোভাইরাসে একের পর এক শিশুমৃত্যুর খবরে ক্রমশ উদ্বেগ বাড়ছে শহরে। গত তিনদিনে ১০ জন শিশুর মৃত্যু হয়েছে। এরই মধ্যে কলকাতায় আরও চার শিশুর মৃত্যুর খবর পাওয়া গেল মঙ্গলবার। জানা গিয়েছে, কলকাতা মেডিক্যাল কলেজ ও বিসি রায় হাসপাতালে চার শিশুর মৃত্যু হয়েছে। এক শিশুর পরিবারের দাবি, মৃত শিশুটি অ্যাডিনোভাইরাসে আক্রান্ত ছিল। অন্য তিন শিশুরই নিউমোনিয়া হয়েছিল বলে জানা গিয়েছে।

কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের মাদার অ্যান্ড চাইল্ড হাবে মৃত শিশুদের মধ্যে একজন মধ্যমগ্রামের বাসিন্দা। ছ’মাস বয়সি ওই শিশু অ্যাডিনোভাইরাস সংক্রমিত বলেই দাবি পরিবারের।

কলকাতা মেডিক্যাল কলেজের মাদার অ্যান্ড চাইল্ড হাবে ভর্তি দুই শিশুর মধ্যে আরেকটি উদয়নারায়ণপুরের বাসিন্দা। বয়স ১ বছর ৮ মাস। উদয়নারায়ণপুর স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে জ্বর এবং সর্দি-কাশি নিয়ে দেখানোর পরই তাঁকে কলকাতা মেডিক্যালে রেফার করা হয়। এদিন সকাল সাড়ে ৭টা নাগাদ শিশুটি মৃত্যুর কোলে ঢোলে পড়ে। যদিও তার ডেথ সার্টিফিকেটে নিউমোনিয়া সংক্রমণের কথা লেখা হয়।

বিসি রায় হাসপাতালে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। দুই শিশুই ভুগছিল নিউমোনিয়ায়। এদের মধ্যে একজন নদিয়ার হরিণঘাটার বাসিন্দা। সে মাত্র দু’মাস বয়সি।

প্রসঙ্গত, এই অ্য়াডিনো-আতঙ্কের মধ্যেই বেড সঙ্কটও দেখা দিয়েছে। সরকারি ও বেসরকারি হাসপাতালে বেডের জন্য় হাহাকার। প্রায় সবখানেই ভর্তি পেডিয়াট্রিক আইসিইউ। পরিস্থিতি সামাল দিতে তৎপর রাজ্য স্বাস্থ্যদপ্তর। রাজ্যের সব হাসপাতালের পরিকাঠামো উন্নতির উপর জোর দেওয়া হয়েছে।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন