রাজস্থানের ঝালাওয়ার জেলার একটি সরকারি স্কুলবাড়ি ভেঙে পড়ে কমপক্ষে চারজন শিশু নিহত হয়েছে এবং আরও কয়েকজন আটকে পড়ার আশঙ্কা করা হচ্ছে।
শুক্রবার সকালে, মনোহর থানার পিপলোদি সরকারি স্কুলে এই দুর্ঘটনা ঘটে। সকাল সাড়ে ৮টা নাগাদ একতলা ভবনটি হঠাৎ ভেঙে পড়ে।
দুর্ঘটনার সময় স্কুল চত্বরে প্রায় ৪০ জন ছাত্রছাত্রী, শিক্ষক ও কর্মী উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন আধিকারিকরা।
ঘটনাস্থলের ভিডিওতে দেখা গেছে, স্থানীয় বাসিন্দারা ছুটে এসে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া ছাত্রছাত্রী ও কর্মীদের উদ্ধারে হাত লাগিয়েছেন। জেলা প্রশাসন এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালাচ্ছেন।
সূত্রের খবর, স্কুল ভবনটি দীর্ঘদিন ধরেই জরাজীর্ণ অবস্থায় ছিল এবং এ নিয়ে একাধিকবার অভিযোগ জানানো হয়েছিল।