বসিরহাটে ইটভাটার চুল্লি ভেঙে মৃত ৪

বসিরহাট: ই‌‌টভা‌টার চুল্লি ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা। এখনও পর্যন্ত মৃত চার জন। উত্তর ২৪ পরগনার বসিরহাটের ঘটনা।

বুধবার ইটভাটার চিমনি ভেঙে পড়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটে বসিরহাটের ইটিন্ডায়৷ এই ঘটনায় চার জন শ্রমিকের মৃত্যু হয়েছে৷ আহত হয়েছেন আরও বেশ কয়েকজন শ্রমিক৷ গুরুতর জখম হয়েছেন ২০ জন। তাঁদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে।

ঘটনায় প্রকাশ, সন্ধেয় ইটভাটার চিমনিতে ফায়ারিং-এর কাজ চলছিল। সেই সময়েই আচমকা আগুন লেগে যায় চিমনিতে। সঙ্গে সঙ্গে ভেঙে পড়ে চিমনি। চিমনির তলায় চাপা পড়ে দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় ২জন শ্রমিকের। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দা ও ইটভাটার অন্যান্য শ্রমিকরাই প্রথমে উদ্ধারকাজে হাত লাগান। প্রায় ২০ জন শ্রমিককে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, আগুন জ্বালানোর পর পরই ডাম্পারের ভিতরে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে৷ যার জেরে ভেঙে পড়ে ইটভাটার চিমনি৷ ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে যান বেশ কয়েকজন শ্রমিক৷

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক