বসিরহাটে ইটভাটার চুল্লি ভেঙে মৃত ৪

বসিরহাট: ই‌‌টভা‌টার চুল্লি ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা। এখনও পর্যন্ত মৃত চার জন। উত্তর ২৪ পরগনার বসিরহাটের ঘটনা।

বুধবার ইটভাটার চিমনি ভেঙে পড়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটে বসিরহাটের ইটিন্ডায়৷ এই ঘটনায় চার জন শ্রমিকের মৃত্যু হয়েছে৷ আহত হয়েছেন আরও বেশ কয়েকজন শ্রমিক৷ গুরুতর জখম হয়েছেন ২০ জন। তাঁদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে।

ঘটনায় প্রকাশ, সন্ধেয় ইটভাটার চিমনিতে ফায়ারিং-এর কাজ চলছিল। সেই সময়েই আচমকা আগুন লেগে যায় চিমনিতে। সঙ্গে সঙ্গে ভেঙে পড়ে চিমনি। চিমনির তলায় চাপা পড়ে দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় ২জন শ্রমিকের। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দা ও ইটভাটার অন্যান্য শ্রমিকরাই প্রথমে উদ্ধারকাজে হাত লাগান। প্রায় ২০ জন শ্রমিককে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, আগুন জ্বালানোর পর পরই ডাম্পারের ভিতরে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে৷ যার জেরে ভেঙে পড়ে ইটভাটার চিমনি৷ ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে যান বেশ কয়েকজন শ্রমিক৷

Related posts

উলুবেড়িয়ায় ভোটের ডিউটিতে এসে মহিলার শ্লীলতাহানির অভিযোগ বিএসএফ জওয়ানের বিরুদ্ধে

বিজেপিতে বড় ধাক্কা! ভোটের মধ্যেই তৃণমূলে যোগ দিলেন বিদায়ী সাংসদ

সুন্দরবনে চোরাশিকারিদের হাতে খুন বনকর্মী, তদন্তে পুলিশ