নয়াদিল্লি: রবিবার (৩ ডিসেম্বর) চার রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল। নভেম্বর মাস জুড়ে একে একে ভোট পর্ব মিটেছে ছত্তীসগঢ়, রাজস্থান, মধ্যপ্রদেশ, তেলঙ্গানা ও মিজোরামে। তবে একই দিনে হওয়ার কথা থাকলেও মিজোরামের ভোটগণনা আগামী সোমবার।
এ দিন ভোটগণনা শুরু হয় সকাল ৮টা থেকে। প্রথমে পোস্টাল ব্যালটের গণনা। এর পর বাকি ভোটের গণনা শুরু।
এ বারের নির্বাচনে মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তীসগঢ়ে কার্যত কংগ্রেস-বিজেপির মুখোমুখি লড়াই। তেলঙ্গনায় মূল লড়াই ‘ভারত রাষ্ট্র সমিতি’ (বিআরএস)-এর সঙ্গে কংগ্রেসের। সেখানে ময়দানে রয়েছে বিজেপি-ও।
বিভিন্ন বুথফেরত সমীক্ষায় কংগ্রেসের পক্ষে ভালো ফলাফলের ইঙ্গিত মিলেছে। চার রাজ্যে ভোট গণনা শুরুর আগেই দিল্লিতে কংগ্রেসের সদর দফতরে মজুত লাড্ডু। নির্বাচনের ফল ঘোষণা হতেই কর্মী-সমর্থকদের মধ্যে বিতরণ করা হবে লাড্ডু।
বিস্তারিত ফলাফল দেখুন এখানে: মধ্যপ্রদেশ, রাজস্থানে বিজেপি এগিয়ে, কংগ্রেস তেলঙ্গনায়, জোর টক্কর ছত্তীসগঢ়ে