কলকাতা: হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে রাজ্যের মুখ্যমন্ত্রী দেখতে চান চাইছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। নিয়োগ দুর্নীতি থেকে একের পর এক মামলায় কড়া মন্তব্য করে ইতিমধ্যেই বার বার খবরের শিরোনামে উঠে এসেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এ বার তাঁর নাম নিয়ে চর্চায় ইন্ধন জোগালেন অধীর।
মুর্শিদাবাদ জেলায় পূর্ব নির্ধারিত কর্মসূচিতে গিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শনিবার সকালেই হাজারদূয়ারী এক্সপ্রেসে চেপে বহরমপুর স্টেশনে পৌঁছান তিনি। একটি স্বেচ্ছাসেবী সংগঠনের ক্যান্সার কেয়ার ইউনিটের উদ্বোধনে গিয়েছিলেন তিনি। আর কতকটা একই সময়ে সাংবাদিক বৈঠকে এই মন্তব্য করেন অধীর। যেভাবে বাংলার মানুষের বিশ্বাস অর্জন করেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়, তাতে তাঁকে মুখ্যমন্ত্রী দেখতে চান বলে জানিয়েছেন।
অধীর বলেন, “হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বাংলার মানুষের কাছে আস্থা, বিশ্বাস, ভরসা অর্জন করেছেন। আমরা চাইব আগামী দিনে এই বাংলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে মুখ্যমন্ত্রীর মুখ করে একটা নির্বাচন হোক।”
একইসঙ্গে বহরমপুরের সাংসদের মন্তব্য, “সেই নির্বাচন যদি হয়, আমি বিচারপতি গঙ্গোপাধ্যায়কে ভোট দিতে কায়মনোবাক্যে সবার আগে লাইনে দাঁড়াব। বাংলার মানুষ তাঁকে বিশ্বাস করেন, তাঁর উপর ভরসা রয়েছে। এই সব ব্যক্তিত্বকে রাজনীতিতে এনে, রাজ্য পরিচালনার দায়িত্ব দিলে নতুন দিগন্ত খুলে যাবে।”
এ দিনই অধীরের এই মন্তব্য তুলে ধরা হয়েছিল বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সামনে। তবে তিনি কোনও মন্তব্য করেননি।