দক্ষিণ কোরিয়ায় ভয়াবহ বিমান দুর্ঘটনা, ৪৭ জনের মৃত্যুর আশঙ্কা

দক্ষিণ কোরিয়ার মুয়ান বিমানবন্দরে ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটেছে। রবিবার ব্যাঙ্কক থেকে আসা জেজু এয়ার সংস্থার একটি বিমান মাটি ছোঁয়ার ঠিক আগে নিয়ন্ত্রণ হারিয়ে রানওয়ের দেওয়ালে ধাক্কা খেয়ে আগুন ধরে যায়। বিমানে মোট ১৮১ জন যাত্রী ছিলেন। এখনও পর্যন্ত অন্তত ৪৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গুরুতর আহত অবস্থায় দু’জনকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।

দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম এবং এপি জানিয়েছে, বিমানটি মুয়ান শহরে অবতরণের সময় এই দুর্ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দুর্ঘটনার পরে আকাশে ঘন কালো ধোঁয়া দেখা গিয়েছে। যদিও সেই ছবি এবং ভিডিওর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

বিমানবন্দরের উদ্ধারকাজ এখনও চলছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার পরপরই দক্ষিণ কোরিয়ার সরকার জরুরি ভিত্তিতে বৈঠকে বসেছে। তবে দমকল বাহিনী এখনও নিহতের সংখ্যা নিশ্চিত করেনি।

এই দুর্ঘটনা দক্ষিণ কোরিয়ায় বিমান নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তুলেছে। উদ্ধারকাজ দ্রুত সম্পন্ন করার জন্য সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক