কেদারনাথ যাওয়ার পথে রুদ্রপ্রয়াগে ভূমিধস, স্তূপে চাপা পড়ে মৃত ৫ তীর্থযাত্রী

বৃহস্পতিবার কেদারনাথ যাওয়ার পথে রুদ্রপ্রয়াগে ভূমিধসের কবলে পড়ে তীর্থযাত্রীদের গাড়ি। শনিবার জানা যায়, ওই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে পাঁচ জনের। শুক্রবার দেহ উদ্ধার হয় মৃতদের।

চলতি বছরের বর্ষায় বৃষ্টি বিধ্বস্ত উত্তরাখণ্ডে প্রায় নিত্যদিনই নামছে ভূমি ধস। বজ্রবিদ্যুৎ-সহ প্রবল বৃষ্টির জেরে গত কয়েকদিন ধরেই বেহাল অবস্থা উত্তরাখণ্ডের বিভিন্ন জেলায়। জলমগ্ন একাধিক এলাকা। বিভিন্ন এলাকায় ধস নেমেছে। ধসের কারণে বিভিন্ন রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে। বন্ধ করতে হচ্ছে রাস্তা। বৃষ্টির জেরে লাল এবং কমলা সতর্কতা জারি করাও হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গুপ্তকাশী-গৌরীকুণ্ড মহাসড়কে তারসালির কাছে ধস নামে। রাস্তার ৬০ মিটার অংশ ধসে গিয়েছে। পাহাড় থেকে পাথর, মাটি এসে পড়ে তীর্থযাত্রীদের গাড়ির উপর। ধসের স্তূপে চাপা পড়ে মৃত্যু হয়েছে পাঁচ জনের।

শুক্রবার সকালে রাস্তা সারাইয়ের সময়ে ধ্বংসাবশেষ থেকে উদ্ধার হয়েছে গাড়ি-সহ পাঁচ তীর্থযাত্রীর মৃতদেহ। মৃতদের মধ্যে তিন জন গুজরাতের বাসিন্দা। বাকি দু’জন হরিদ্বারের বাসিন্দা।

Related posts

শ্লীলতাহানির পর প্রকাশ্যে পুরনো এক ধর্ষণের অভিযোগ, রাজ্যপালের বিরুদ্ধে আন্দোলনে নামছে তৃণমূল

বাড়ছে তাপমাত্রা, বৃষ্টির সম্ভাবনা উপকূল ও সংলগ্ন কয়েকটি জেলায়

রচনার সমর্থনে আজ নির্বাচনী জনসভায় মমতা