২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে ‘দিল্লি দখলের সেমিফাইনাল’। বৃহস্পতিবার পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের শেষ দিনে প্রকাশ্যে এল বুথফেরত সমীক্ষা। পাঁচ রাজ্যে ভোটের ফলপ্রকাশ রবিবার।
কংগ্রেসের দখলে থাকা ছত্তীসগঢ়ের পাশাপাশি কেসিআরের তেলঙ্গানাতেও এ বারও মনোরথ বিফল হতে পারে বিজেপির। ছত্তীসগঢ়ে প্রত্য়াবর্তন ঘটতে পারে কংগ্রেসের ভূপেল বাঘেল সরকারের। অন্য দিকে, তেলঙ্গনায় বিদায়ী মুখ্যমন্ত্রী কেসিআরের হাতে থেকে ক্ষমতা ছিনিয়ে নিতে পারে কংগ্রেস। বেশির ভাগ বুথফেরত সমীক্ষা বলছে, কেসিআরের ভারত রাষ্ট্র সমিতিকে পিছনে ফেলে এই রাজ্যে জয়ী হতে চলেছে কংগ্রেস।
আবার যত সহজে রাজস্থানে কংগ্রেসের গদি উল্টে যাবে বলে মনে করা হচ্ছিল, বুথফেরত সমীক্ষাগুলিতে সেই পূর্বাভাস পাওয়া যায়নি। বরং একাধিক সমীক্ষক সংস্থা এগিয়ে রেখেছে কংগ্রেসকে। রাজস্থানে শেষ মুহূর্ত পর্যন্ত টানটান উত্তেজনা জিইয়ে থাকছে। রাজস্থানে কংগ্রেসের আশার আলো হতে চলেছে নির্দল প্রার্থীরা।
তবে লোকসভা নির্বাচনের আগে সেমিফাইনালের লড়াইয়ে মধ্যপ্রদেশ বিজেপি এ বার কংগ্রেসকে টেক্কা দিতে পারে বলে কয়েকটি বুথফেরত সমীক্ষার ইঙ্গিত। উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য মিজোরামের ৪০ আসনের মধ্যে আরও ভাল ফল করতে পারে জেডপিএম। কিছু সমীক্ষা অনুযায়ী বিধানসভা সেখানে ত্রিশঙ্কু হওয়ার সম্ভাবনা।