প্রথম পাতা খবর প্রবল বৃষ্টিতে হিমাচলপ্রদেশ জুড়ে মৃত ৭৪, প্রায় ১০০০০ কোটি টাকার ক্ষয়ক্ষতি

প্রবল বৃষ্টিতে হিমাচলপ্রদেশ জুড়ে মৃত ৭৪, প্রায় ১০০০০ কোটি টাকার ক্ষয়ক্ষতি

541 views
A+A-
Reset

নয়াদিল্লি: হিমাচলপ্রদেশে প্রবল বৃষ্টিতে মৃতের সংখ্যা বৃহস্পতিবার ৭৪-এ পৌঁছেছে। সিমলার একটি শিব মন্দিরের ধ্বংসস্তূপ থেকে নতুন করে উদ্ধার মৃতদেহ। চাম্বাতে মৃত আরও দুজন।

সিমলায় তিনটি বড় ভূমিধসে ২১ জনের মৃত্যু হয়েছে। এই বড়সড় ভূমিধসগ্রস্থ জায়গার মধ্যে একটি সামার হিলের শিব মন্দিরও রয়েছে।

বর্ষা শুরু হওয়ার পর থেকে ৫৫ দিনে রাজ্যে ১১৩টি ভূমিধসের ঘটনা ঘটেছে। এর ফলে রাজ্য পূর্ত দফতরের ২৪৯১ কোটি এবং ভারতীয় জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ ১০০০ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে।

ব্যক্তিগত ক্ষয়ক্ষতির বাইরে, হাজার হাজার মানুষের জীবন-জীবিকাও বৃষ্টি-বিধ্বস্ত রাজ্যে মারাত্মক ভাবে ক্ষতির মুখে পড়েছে। বিপর্যয়ের ফলে হিমাচলপ্রদেশ জুড়ে আনুমানিক ১০০০০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। তবে এটাই সব নয়।

রাজ্যের অর্থনীতির চালিকা শক্তি হিসেবে পরিচিত পর্যটন এবং আপেল ব্যবসা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ট্যাক্সি ড্রাইভার, যাঁরা প্রতিদিন ২০০০ টাকা আয় করতেন, তাঁরা এখন দিনে ২০০ টাকার মতো আয় করছেন। হোটেল এবং গেস্ট হাউসে যেখানে সাধারণত ৫০-৬০ ভর্তি থাকে, তা এখন ৫ শতাংশে নেমে এসেছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.