প্রথম পাতা খবর মণিপুরে নতুন করে হিংসা, গুলিতে মৃত কুকি সম্প্রদায়ের ৩

মণিপুরে নতুন করে হিংসা, গুলিতে মৃত কুকি সম্প্রদায়ের ৩

160 views
A+A-
Reset

শুক্রবার সকালে ফের রক্তাক্ত মণিপুর। জানা গিয়েছে, উরখুল এলাকায় হামলা চালায় সশস্ত্র দুষ্কৃতীরা। গুলিতে মৃত্যু হয়েছে অন্তত তিনজনের। ঘটনার পর ওই এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। অভিযুক্তদের খোঁজে রাজ্য পুলিশ ও সেনার তরফে ওই এলাকায় যৌথ তল্লাশি অভিযান চলছে।

পুলিশ সূত্রের খবর, জেলা সদর উখরুল শহর থেকে ৪৭ কিলোমিটার দূরে কুকি অধ্যুষিত থোওয়াই কুকি গ্রামে আজ ভোররাত সাড়ে ৪টা নাগাদ ঘটনাটি ঘটে। উখরুলের পুলিশ সুপার এন ভাশুম বলেন, “গ্রামের পূর্ব দিকে থাকা পাহাড়ি এলাকা থেকে একদল সশস্ত্র দুষ্কৃতী এসে আচমকা গুলি চালাতে শুরু করে। তারা গ্রামের প্রহরীকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনায় তিন জনের মৃত্যু হয়। যদিও আহতের কোনো খবর নেই।”

জানা গিয়েছে, ওই ঘটনায় জামখগিন হাওকিপ, থাংকোকাই হাওকিপ এবং হলেনসন বাইতে নামে তিনজনের মৃত্যু হয়েছে। তারপরেই ওই এলাকায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা তল্লাশি অভিযান শুরু করেছে।

প্রসঙ্গত, শেষ দু’সপ্তাহ সাময়িক ভাবে স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছিল মণিপুর। কয়েক মাস আগে হিংসা শুরু হওয়ার পর থেকে ১২০ জনেরও বেশি মানুষ মারা গেছে এবং ৩ হাজারেরও বেশি আহত হয়েছে। হিংসা নিয়ন্ত্রণে এবং রাজ্যে স্বাভাবিকতা ফিরিয়ে আনতে মণিপুর পুলিশ ছাড়াও প্রায় ৪০ হাজার কেন্দ্রীয় নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সম্পাদকের পছন্দ

টাটকা খবর

©2023 newsonly24. All rights reserved.