ইন্দোরের স্বর্ণ বাগ কলোনিতে একটি দ্বিতল বিল্ডিংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত ৭, শোকবার্তা মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান

ইন্দোরের স্বর্ণ বাগ কলোনিতে একটি দ্বিতল বিল্ডিংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড। ভয়াবহ এই অগ্নিকাণ্ডে প্রাণ হারালেন অন্তত সাতজন। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।ঘটনাস্থলে উপস্থিত ইন্দোরের পুলিশ কমিশনার হরিনারায়ণ চারি মিশ্র জানিয়েছেন, প্রাথমিক তথ্য অনুসারে বাড়ির ভিতরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।

জানা গিয়েছে, আগুন এতটাই ভয়াবহ ছিল যে তা নেভাতে তিন ঘণ্টার বেশি সময় লাগে দমকল কর্মীদের। পুলিশ কমিশনার বলেন, “সাতজন মারা গেছেন এবং ঘটনাস্থলে উপস্থিত কর্মকর্তারা এখন পর্যন্ত নয়জনকে উদ্ধার করেছেন।” দমকল বিভাগের একজন কর্মকর্তা বলেন, “শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত হতে পারে। আগুন নিয়ন্ত্রণে আনতে আমাদের তিন ঘণ্টা সময় লেগেছে।” আরও তদন্ত চলছে।

জানা গিয়েছে, শনিবার ভোরের দিকে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) ইন্দোরের স্বর্ণ বাগ কলোনির একটি দ্বিতল আবাসনে বিধ্বংসী আগুন লাগে। দমকল বাহিনীর চেষ্টায় দীর্ঘক্ষণ পর আগুন অনেকখানি নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশও। সংবাদ সংস্থা এএনআইকে ইন্দোর পুলিশ কমিশনার হরিনারায়ণ চারি মিশ্র জানান, প্রাথমিক তদন্তের পর অনুমান করা হচ্ছে যে বিল্ডিংয়ের মধ্যে শর্ট সার্কিট থেকেই আগুন লাগে। যা দ্রুত ছড়িয়ে পড়ে। 

মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান টুইট করে ঘটনায় দুঃখ প্রকাশ করেন। ইন্দোরে অগ্নিকাণ্ডে নিহতদের আত্মীয়স্বজনদের জন্য প্রত্যেককে ৪ লাখ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। তিনি টুইট বার্তায় লেখেন, ‘ইন্দোরের স্বর্ণবাগ কলোনিতে শর্ট সার্কিটের কারণে দুর্ঘটনায় বেশ কয়েকজেনের অকাল মৃত্যু হয়েছে। মৃত্যুর এই খবর খুবই দুঃখজনক। পরিবারের সদস্যদের এই গভীর শোক সহ্য করার এবং আহতদের দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য শক্তি প্রদান দেন।’

Related posts

প্রমাণ ছাড়াই ‘চুরি’র অভিযোগ, এ বার মানহানির মামলা করবেন মুখ্যমন্ত্রী

সুপ্রিম কোর্টে জামিন পেলেন তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা

শুরু পঞ্চম দফার প্রচার, আজ জোড়া সভা মমতার