হাওড়াগামী চলন্ত লোকাল ট্রেনে গুলি, মৃত কনস্টেবল

কলকাতা: চলন্ত লোকাল ট্রেনে হঠাৎ করেই গুলির শব্দ। হাওড়া বর্ধমান লোকাল ট্রেনে নিজের সার্ভিস রিভলবার দিয়ে গুলি চালিয়ে আত্মঘাতী জিআরপি কনস্টেবল। এমন ঘটনাই ঘটেছে বর্ধমানের পালসিট স্টেশনের কাছে।

আচমকা গুলি চালানোর শব্দ হওয়ার পর যাত্রীরা দেখতে পান এক যুবক সিটের কোণে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন। হাতের মুঠোয় তখনও রয়েছে বন্দুক। মাথা-কপাল থেকে চুইয়ে পড়ছে রক্ত। এমন ঘটনায় সকলেই আতঙ্কিত হয়ে পড়েন।

এসআরপি হাওড়া (জিআরপি) পঙ্কজ দ্বিবেদী জানান, বৃহস্পতিবার আপ হাওড়া বর্ধমানের শেষ লোকাল ট্রেনের মহিলা কামরায় ডিউটিতে ছিলেন ওই কনস্টেবল। রাত সাড়ে ১২টা নাগাদ পালসিট স্টেশনের কাছে নিজের সার্ভিস রিভলবার থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হন ৪৪ বছর বয়সি শুভঙ্কর।

সহযাত্রীদের একাংশের মতে, একটি ফোন আসার পরেই নাকি গুলিটা চালান শুভঙ্কর। কিন্তু ঠিক কী কারণে এই সিদ্ধান্ত নিলেন তিনি? কেন ট্রেনের মধ্যে এই ঘটনা ঘটালেন? তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। ইতিমধ্যেই বর্ধমান জিআরপি-র তরফে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক