কলকাতা : আবার ট্রেনে আগুন। এ বারে শিয়ালদহ দক্ষিণ শাখার ডায়মন্ড হারবার লোকালে। রবিবার বেলায় আগুনের ফুলকি দেখে যাত্রীরা চিৎকার করেন। সুভাষগ্রাম স্টেশনে থেমে যায় ট্রেনটি। খবর পেয়ে ঘটনাস্থলে যায় রেলের আধিকারিকরা। তবে আগুন নিয়ন্ত্রণে।
রবিবার ১১.১৫-র আপ ডায়মন্ডহারবার লোকাল সুভাষগ্রাম স্টেশনে ঢোকার পর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা যাত্রীরা ট্রেনের নিচে আগুনের ফুলকি দেখতে পান। তাঁদের চিৎকারে স্টেশনে দাঁড়িয়ে পরে ট্রেনটি। ধোঁয়া ছেয়ে যেতে আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। ট্রেন থেকে নামতে হুড়োহুড়ি বাধে যাত্রীদের মধ্যে। পরে রেল নিরাপত্তারক্ষীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রেলের আধিকারিকরা। পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, ব্রেক বাইন্ডিং- য়ের ফলে আগুনের ফুলকি ও ধোঁয়া বেরতে দেখা যায়। দ্রুততার সঙ্গে আগুন নিয়ন্ত্রনে আনা হয়। সব দিক খতিয়ে দেখার পর ট্রেনটিকে রওনা করানো হয়।
বিপত্তির জেরে বারুইপুর, লক্ষীকান্তপুর, নামখানা কাকদ্বীপগামী ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। অন্য ট্রেনগুলি পর পর স্টেশনে দাঁড়িয়ে যায়। তিন ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। তবে রবিবার না হয়ে অন্য কাজের দিন হলে আরও সমস্যায় পড়তো নিত্যযাত্রীরা।