আজ দিল্লিতে মমতার ডাকে বৈঠক, থাকছে বাম-কংগ্রেসের প্রতিনিধিরা

রাষ্ট্রপতি নির্বাচনের আগে বিরোধী ঐক্যে শান, আজ দিল্লিতে মমতার ডাকে বৈঠক অবিজেপি দলগুলির। দিল্লির কনস্টিটিউশন ক্লাবে মমতার ডাকে বৈঠক। সেই বৈঠকে উপস্থিত থাকছে বাম-কংগ্রসের প্রতিনিধিরা। থাকছেন শরদ পাওয়ারও। তবে অবিজেপি দল গুলির এই বৈঠকে পাওয়ারের উপস্থিতিত অত্যন্ত তাৎপর্য পূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। প্রাথমিক জড়তা কাটিয়ে সিপিএমও এই বৈঠকে প্রতিনিধি পাঠাচ্ছে। যোগ দেবে সিপিআইও।

তবে বামফ্রন্টের অন্তর্ভুক্ত বাকি দুই দল আরএসপি এবং ফরওয়ার্ড ব্লক কী করবে, তা স্পষ্ট নয়।
সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, আজকের বৈঠকে দলের কোনও নেতাকে পাঠাবে না আপ৷ বিরোধীরা রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে কার নাম চূড়ান্ত করে, তা দেখেই এ বিষয়ে নিজেদের সিদ্ধান্ত জানাবে আম আদমি পার্টি৷

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে ফের একজোট হতে শুরু করেছে অবিজেপি দলগুলি। তাতে আবার সেই মুখ্যভূমিকায় টিএমসি সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। গতকালই তিনি দিল্লি পৌঁছেেছন। রাজধানীতে পা রেখেই মমতা সোজা হাজির হয়েছিলেন এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ারর কাছে। সূত্রের খবর, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীর নির্দেশেই মল্লিকার্জুনরা বৈঠকে যোগ দিচ্ছেন।

মমতা যখন রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বিজেপি বিরোধী একটা জোট গঠনের প্রক্রিয়া শুরু করেছেন, তখন তাতে চিড় ধরানোর চেষ্টা করছে কংগ্রেস, এমন কোনও বার্তা যাতে না যায়, তার জন্যই সোনিয়া, রাহুল নেতাদের যেতে বলেছেন।

আরও পড়ুন :

এশিয়ান কাপে যোগ্যতা অর্জনের জন্য ভারতীয় ফুটবল দলকে শুভেচ্ছা সৌরভের

দিল্লি পৌঁছেই শরদ পাওয়ারের বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়

‘অগ্নিপথ’ প্রকল্পে সেনায় নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা, চার বছরের চাকরির পর মিলবে মোটা অঙ্কের ‘প্যাকেজ’

আগামী দেড় বছরের মধ্যে ১০ লক্ষ চাকরি, টুইট মোদী সরকারের

Related posts

মালদহে বজ্রপাতে মৃত অন্তত ১১, দু’লক্ষ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা

ফিরছে তাপপ্রবাহ, কোথাও কোথাও বৃষ্টির পূর্বাভাস

২ তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি, বিজেপির অভিযোগে পাত্তা দিল না কমিশন