Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
মোট বুথ ৬১ হাজার, গন্ডগোল ৪৬টায়! শান্তিপূর্ণ ভাবেই ভোট হচ্ছে, দাবি কুণাল ঘোষের - NewsOnly24

মোট বুথ ৬১ হাজার, গন্ডগোল ৪৬টায়! শান্তিপূর্ণ ভাবেই ভোট হচ্ছে, দাবি কুণাল ঘোষের

কলকাতা: “৪৬টা বুথে গন্ডগোল হচ্ছে। আর মোট বুথ ৬১ হাজারেরও বেশি। তাই ভোট প্রহসন, এটা কথা বলার কোনো জাস্টিফিকেশন নেই।” পঞ্চায়েত ভোটে অশান্তির অভিযোগ প্রসঙ্গে এমনটাই দাবি তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের।

কুণাল বলেন, “উৎসবের মেজাজে যে ভোট হচ্ছে সংখ্যাগরিষ্ঠ এলাকায় সেটা সমান ভাবে সম্প্রচার করা হচ্ছে না। কমরেডরা কি অতীত ভুলে গেল? বিজেপি ত্রিপুরার কথা কি ভুলে গেল? শুভেন্দু অধিকারীর কোনো জনভিত্তি নেই। পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। পরাজয় নিশ্চিত বুঝে ভুলভাল বকছেন।’‌”।

কেন্দ্রীয় বাহিনী প্রসঙ্গে বিজেপি-কে এক হাত নিয়ে কুণাল সোশ্যাল মিডিয়ায় লেখেন, “হিংসা নিয়ে উত্তেজনা করছে ওরা। কিন্তু ভুলে যাচ্ছে যে, যে আটজনের প্রাণহানি ঘটেছে তাদের মধ্যে ৬ জনই তৃণমূল কর্মী। বিজেপির কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত বুমেরাং হয়ে গিয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা করতে ব্যর্থ তারা।”

সংবাদমাধ্যমকেও কাঠগড়ায় দাঁড় করান তিনি। তাঁর বক্তব্য, “মিডিয়ার একাংশ আতঙ্কের বিপণন করছে। উৎসবের মেজাজে যে ভোট হচ্ছে সংখ্যাগরিষ্ঠ এলাকায়, তা সমানভাবে সামনে আসছে না।”

Related posts

‘দু’গালে কষিয়ে থাপ্পড় মেরেছে সুপ্রিম কোর্ট,’ এসআইআর নিয়ে শীর্ষ আদালতের নির্দেশের পর কমিশন-বিজেপিকে তোপ অভিষেকের

এসআইআর অসঙ্গতির তালিকা প্রকাশ্যে টাঙাতে, নথি নিলে দিতে হবে রশিদ, কমিশনকে নির্দেশ সুপ্রিম কোর্টের

এসআইআর নোটিস মন্ত্রী তাজমুলকে, শুনানিতে ডাক নওশাদেরও