ভোট দিতে যাওয়ার সময় কুপিয়ে খুন, উত্তপ্ত নদিয়ার চাপড়া

ভোট দিতে গিয়ে খুন হতে হল এক ভোটারকে। স্থানীয় সূত্রে খবর, আমজাদ হোসেন নামে মৃত ব্যক্তি তৃণমূল কর্মী। নদিয়ার চাপড়ার ঘটনা।

শাসক দলের দাবি, দলবদ্ধ ভাবে ভোট দিতে যাওয়ার সময় তৃণমূল কর্মীদের উপর হামলা চালান কংগ্রেস কর্মী সমর্থকেরা। ধারালো অস্ত্র দিয়ে ওই তৃণমূল কর্মীদের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ।

আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। তৃণমূলের দাবি, ঘটনায় ১১ জন দলীয় কর্মী গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে চাপড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ভর্তি করানো হয়। আহতরাও সেখানেই চিকিৎসাধীন।

তৃণমূল সমর্থককে খুনের অভিযোগে বাম এবং কংগ্রেসের দিকে আঙুল তুলেছে তৃণমূল। যদিও কংগ্রেসের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। কংগ্রেসের দাবি, গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই ওই তৃণমূল কর্মী খুন হয়েছেন।

Related posts

ফিরছে তাপপ্রবাহ, কোথাও কোথাও বৃষ্টির পূর্বাভাস

২ তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি, বিজেপির অভিযোগে পাত্তা দিল না কমিশন

ভোটের পর ইন্ডিয়া জোটের সরকার গঠন, বাইরে থেকে সবরকম সাহায্য, বার্তা মমতার