আরজি করে তরুণী চিকিৎসক ধর্ষণ-খুন কাণ্ডের এক বছর, কলকাতা জুড়ে প্রতিবাদ

আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের উপর ঘটে যাওয়া নৃশংস ধর্ষণ ও খুনের ঘটনায় এক বছর। প্রতিবাদে মুখর হতে চলেছে কলকাতা। সেই নৃশংস ঘটনার প্রতিবাদে আজ, শুক্রবার শহরের বিভিন্ন প্রান্তে একাধিক কর্মসূচি নিয়েছে বিভিন্ন ছাত্র ও যুব সংগঠন।

জুনিয়র ডাক্তার ফ্রন্টের উদ্যোগে আয়োজিত হয়েছে ‘অভয়া রাত’ কর্মসূচি। আজ রাত ৯টা নাগাদ কলেজ স্কোয়্যার থেকে শুরু হবে মশাল মিছিল, যার গন্তব্য শ্যামবাজার। সেখানেই চলবে রাতভর অবস্থান ও সাংস্কৃতিক পরিবেশনা। প্রতিবাদে সামিল হবে বাম ছাত্র ও যুব সংগঠনগুলিও।

এদিকে, নিউ টাউনের সিবিআই দফতরের সামনে কংগ্রেসের তরফেও বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এক বছরের মাথায় ফের একবার শহর জুড়ে প্রতিধ্বনিত হচ্ছে নির্যাতিতার জন্য ন্যায় বিচারের দাবি।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক