গোয়া থেকে বিজেপিকে বিতাড়নের ডাক অভিষেকের

গোয়ার বিজেপি সরকারকে উৎখাতের ডাক দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার গোয়ার বেনোলিমে জনসভা ছিল তৃণমূলের। সেই সভায় থেকেই গোয়াবাসীর উদ্দেশ্যে বার্তা দেন অভিষেক। মনে করিয়ে দেন, ২০১৭ সালে জনাদেশ অমান্য করে সরকার গড়েছিল বিজেপি।

 এদিন গোয়ার মাটিতে বেনোলিমের জনসভা থেকে বাংলায় তৃণমূলের সাফল্যের খতিয়ান তুলে ধরার পাশাপাশি সমালোচনা করলেন কংগ্রেসেরও। স্পষ্ট করে দিলেন, বিজেপির বিরুদ্ধে লড়তে হলে তৃণমূলই আদর্শ মঞ্চ। কারণ কোনও ভয়ের কাছে তারা মাথা নত করে না তৃণমূল কংগ্রেস।

একক বৃহত্তম দল হওয়ার পরেও গোয়ায় কেন সরকার গড়তে পারল না কংগ্রেস, এদিন সেই বিষয়টিকে ফের একবার গোয়ার মানুষের সামনে তুলে ধরে কটাক্ষ করেন তৃণমূলের যুবরাজ। অভিষেকের ইঙ্গিত ছিল কংগ্রেস শীর্ষ নেতৃত্ব ও রাহুল গান্ধির ব্য়র্থতাকে তুলে ধরা, এমনটাই মনে করছে স্থানীয় রাজনৈতিক মহল।

এদিন গোয়া থেকে বিজেপিকে উৎখাতের ডাক দিয়ে অভিষেকের বার্তা, “২০১৭ সালে পিছনের দরজা দিয়ে ঢুকেছিল বিজেপি। ২০২২ সালে সামনের দরজা দিয়ে বের করে দিতে হবে।”অভিষেক আরও বলেন, “২০১৭ সালে কংগ্রেস একক বৃহত্তম দল হয়েছিল। তার পরেও সরকার গড়তে পারেনি। কেন পারেনি সেটা আপনারা একটু ভেবে দেখুন”

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক