প্রথম পাতা খবর বাংলাদেশ ইস্যুতে তৃণমূলের অবস্থান স্পষ্ট করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, বললেন, ‘অত্যন্ত দুর্ভাগ্যজনক’

বাংলাদেশ ইস্যুতে তৃণমূলের অবস্থান স্পষ্ট করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, বললেন, ‘অত্যন্ত দুর্ভাগ্যজনক’

219 views
A+A-
Reset

বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি ঘিরে এপার বাংলাতেও ক্রমশ চড়ছে উত্তাপ। ইসকনের সন্ন্যাসী চিন্ময় দাসের গ্রেফতারের ঘটনায় কলকাতায় প্রতিবাদ কর্মসূচি শুরু করেছে বিজেপি। তবে এবার এই ইস্যুতে তৃণমূল কংগ্রেসও তাদের অবস্থান স্পষ্ট করল। দলের শীর্ষ নেতারা উদ্বেগ প্রকাশ করেছেন। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বুধবার দিল্লিতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিষয়টি নিয়ে মন্তব্য করেন।

অভিষেক বলেন, “বাংলাদেশ ইস্যু আন্তর্জাতিক বিষয়, আর এই ধরনের বিষয় নিয়ে কেন্দ্রীয় সরকার যে অবস্থান নেবে, তৃণমূল কংগ্রেস তা মেনে নেবে।” আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে তৃণমূল কোনও ‘নাক গলাতে’ চায় না বলেই তিনি ইঙ্গিত দেন।

তবে ঘটনাটি প্রসঙ্গে তিনি স্পষ্ট জানান, “এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং নিন্দনীয়।” তিনি আরও বলেন, “যে ঘটনা ঘটেছে, তা সমর্থনযোগ্য নয়। আমাদের অবস্থান বরাবরই দেশের স্বার্থে। আন্তর্জাতিক বিষয়ে কেন্দ্রীয় সরকারের নেওয়া সিদ্ধান্তকেই আমরা সমর্থন করব।”

এর আগে ফিরহাদ হাকিম এবং সৌগত রায়ের মতো তৃণমূল নেতারাও বাংলাদেশ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তবে অভিষেকের এই বক্তব্যের মাধ্যমে তৃণমূল তাদের অবস্থান স্পষ্ট করল যে তারা আন্তর্জাতিক সম্পর্কের প্রশ্নে কেন্দ্রীয় সরকারের অবস্থানকেই সমর্থন করবে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.