কলকাতা: আগামী বছর ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে চলা বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন (বিজিবিএস) সফল করার লক্ষ্যে প্রস্তুতি বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বিকেল সাড়ে ৪টায় আলিপুরের সৌজন্য প্রেক্ষাগৃহে এই বৈঠক অনুষ্ঠিত হবে। মুখ্যসচিব মনোজ পন্থের জারি করা বিজ্ঞপ্তিতে বৈঠকের সময়সূচি এবং স্থান সম্পর্কে জানানো হয়েছে।
নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ৫-৬ ফেব্রুয়ারি নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে এই সম্মেলন হবে। জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্মেলন শুরু হবে। পাশাপাশি, বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণেও বিভিন্ন প্রদর্শনী ও বাণিজ্য সংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত হবে।
গত বছর নভেম্বরে অনুষ্ঠিত বিজিবিএস-এ বিশিষ্ট শিল্পপতি মুকেশ অম্বানি ২০ হাজার কোটি টাকা লগ্নির প্রতিশ্রুতি দিয়েছিলেন। এবছর উৎসবের আগে রাজ্য সরকার ‘বিশ্ব বাংলা শপিং ফেস্টিভ্যাল’ আয়োজন করে। তবে আগামী বছরের সম্মেলনে বিনিয়োগের আরও বড় সুযোগ সৃষ্টি করতে তৎপর নবান্ন।
সরকারি সূত্রের খবর, বৈঠকে বিভিন্ন বাণিজ্য ও শিল্প ক্ষেত্রের জন্য আলাদা সেক্টর কমিটি গঠনের বিষয়টি গুরুত্ব পাবে। বড়, মাঝারি, ক্ষুদ্র এবং পরিকাঠামো, বিদ্যুৎ, স্বাস্থ্য, পর্যটন, পরিবহণ ও চলচ্চিত্র সহ একাধিক খাতে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হবে। ইতিমধ্যে পাওয়া লগ্নি প্রস্তাবগুলি বাস্তবায়িত করার অগ্রগতি নিয়েও বৈঠকে পর্যালোচনা করা হবে।
পশ্চিমবঙ্গ সরকার দীর্ঘদিন ধরে দাবি করে আসছে যে, লগ্নির ক্ষেত্রে এই রাজ্যই অন্যতম সেরা গন্তব্য। তাই আসন্ন বিজিবিএস সফল করার জন্য সব ধরনের প্রস্তুতি সুনিশ্চিত করতে বদ্ধপরিকর রাজ্য প্রশাসন। এই বৈঠকে সম্মেলনের লক্ষ্য স্থির করার পাশাপাশি দফতরভিত্তিক উপস্থাপনার কাজও শুরু হবে বলে জানা গেছে।
উল্লেখ্য, শিল্পপতি ও বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে মুখ্যমন্ত্রী নিজেও আন্তর্জাতিক মঞ্চে পশ্চিমবঙ্গের লগ্নি পরিবেশ তুলে ধরার বিষয়ে বিশেষ উদ্যোগী।