প্রথম পাতা খবর মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীপদ নিয়ে সমাধানসূত্র কি আজই? ‘বিহার মডেল’ বাতিল করে ফড়নবীসে জোর বিজেপির

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীপদ নিয়ে সমাধানসূত্র কি আজই? ‘বিহার মডেল’ বাতিল করে ফড়নবীসে জোর বিজেপির

114 views
A+A-
Reset

মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রীর পদে কে বসবেন, তা নিয়ে বিজেপি নেতৃত্বাধীন মহা উন্নয়ন আঘাড়ী (মহাযুতি) জোটের মধ্যে টানাপোড়েন অব্যাহত। বিজেপি সূত্রে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রীপদের ক্ষেত্রে ‘বিহার মডেল’ প্রয়োগ করা হবে না মহারাষ্ট্রে।

মঙ্গলবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে সাংবিধানিক রীতি মেনে পদত্যাগ করেছেন। তবে মুখ্যমন্ত্রীপদ চূড়ান্ত সিদ্ধান্ত এখনও ঘোষণা করা হয়নি। বিজেপির জাতীয় মুখপাত্র প্রেম শুক্লা জানিয়েছেন, বিহারের ক্ষেত্রে নির্বাচনের আগেই নীতীশ কুমারকে মুখ্যমন্ত্রী করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। মহারাষ্ট্রে শিবসেনার সঙ্গে এমন কোনো প্রতিশ্রুতি দেওয়া হয়নি।

শিন্ডে শিবিরের পক্ষ থেকে দাবি করা হলেও, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব স্পষ্ট করে দিয়ে জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর পদটি তাঁরা নিজেদের হাতে রাখবেন। বিজেপির প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রাওসাহেব দানভে জানিয়েছেন, দুটি দলের বিধানসভার নেতা নির্বাচন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। বিজেপিও শীঘ্রই তাদের নেতা নির্বাচন করবে।

সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে মহাযুতি জোট ২৮৮টির মধ্যে ২৩০টি আসনে জয়ী হয়েছে। বিজেপি একাই ১৩২টি আসন পেয়ে শীর্ষে, শিন্ডে শিবির ৫৭টি এবং এনসিপি ৪১টি আসন দখল করেছে। এর ফলে বিজেপির ফড়নবীস মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন।

বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে একনাথ শিন্ডে, দেবেন্দ্র ফড়নবীস এবং অজিত পওয়ারের বৈঠক শেষে চূড়ান্ত ঘোষণা করা হবে বলে জানিয়েছেন শিবসেনার মুখপাত্র সঞ্জয় শিরসাট। শিরসাট বলেন, “নেতৃত্ব শীঘ্রই সিদ্ধান্ত নেবেন এবং তা সংবাদমাধ্যমকে জানানো হবে।”

বিজেপির এক নেতা জানান, মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা না করেই মন্ত্রিসভার বিভাগ বণ্টন চূড়ান্ত করার দিকে জোর দেওয়া হচ্ছে। তবে বিজেপির তরফে দাবি, দেবেন্দ্র ফড়নবীসের তৃতীয় বার মুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সম্পাদকের পছন্দ

টাটকা খবর

©2023 newsonly24. All rights reserved.