৬০০০ পাতার নথি জমা দিয়ে এক ঘণ্টার মধ্যেই ইডি দফতর থেকে বেরিয়ে এলেন অভিষেক

কলকাতা: সিজিও কমপ্লেক্স থেকে প্রায় এক ঘণ্টার মধ্যেই বেরিয়ে এলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার ইডি-র তলবে সাড়া দিয়ে সিজিও কমপ্লেক্সে যান তিনি। বেরনোর সময় জানালেন, ইডি অফিসারদের প্রায় ৬ হাজার পাতার নথি জমা দিয়েছেন তিনি।

এ দিন সকাল ১১টা ৫ মিনিটে তাঁর কালো রঙের গাড়ি প্রবেশ করে সিজিও চত্বরে। আর ১২টা বেজে ৬ মিনিটে দেখা গেল বেরিয়ে আসতে। উল্লেখযোগ্য ভাবে, এর আগে যতবার তিনি কেন্দ্রীয় সংস্থার মুখোমুখি হয়েছেন, প্রায় প্রত্যেক বারেই ৮-৯ ঘণ্টা করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাঁকে। তবে এ দিন ঘণ্টাখানেকেই শেষ হয়ে গেল সেই পর্ব।

ইডি অফিস থেকে বেরিয়ে অভিষেক বলেন, “আমার লুকানোর কিছু নেই। আমি আগেও এসেছি। দিল্লিতেও গিয়েছি। আমি চাইলে আমার আইনজীবী মারফত জানাতে পারতাম। আমি তা করিনি। আর দরকার হলে আমার স্টেটমেন্ট জমা দিয়ে দিক আদালতে। আমি কী বলেছি আদালতে জমা দিক। আমাকে যতবার জিজ্ঞাসাবাদ করতে চায় করুক।”

অভিষেক আরও বলেন, ‘‘ওঁরা তথ্য চেয়েছিলেন। আমি ওঁদের প্রায় ৬০০০ পাতার নথিপত্র জমা দিয়ে এসেছি। ওঁরা বলেছেন, এত নথি দেখতে সময় লাগবে। দরকার পড়লে আপনাকে আবার ডেকে পাঠাব। ভবিষ্যতেও যত বার ডাকবে তত বার আসব।’’

একইসঙ্গে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের সংযোজন, “একের পর এক কেস দিয়ে ডেকে পাঠাচ্ছে। কিছুই পাচ্ছে না। তাও ডাকছে। আমার কাছে যা নথি চাওয়া হয়েছিল আমি তা পাঠাই। তারপরেও আমাকে সশরীরে আসতে বলে। আমি তাই আজ এসেছি”। তবে এ দিন জমা দেওয়া নথিতে কী আছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি অভিষেক।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক