প্রথম পাতা খবর যোগদান সভায় ভুল জাতীয় সঙ্গীত! ভিডিও পোস্ট করে কটাক্ষ অভিষেকের

যোগদান সভায় ভুল জাতীয় সঙ্গীত! ভিডিও পোস্ট করে কটাক্ষ অভিষেকের

304 views
A+A-
Reset

ওয়েবডেস্ক : রবিবার ডুমুরজলায় একঝাঁক হেভিওয়েট নেতা-নেত্রী একসঙ্গে যোগ দিলেন বিজেপিতে। বিজেপিতে নবাগত রাজ্যের প্রাক্তন মন্ত্রী ভাষণ দিলেন। ভার্চুয়ালি যোগ দিলেন অমিত শাহ।

এতবড় যোগদানের মঞ্চ দেখেনি আগে রাজ্য। আর সেখানেই ভুল জাতীয় সঙ্গীত গেয়ে বিড়ম্বনায় বিজেপি। জাতীয় সঙ্গীতের ‘অবমাননা’র অভিযোগ তুলে ক্ষমা চাওয়ার দাবি জানালেন যুব তৃণমূলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন : একুশে বাংলায় পদ্ম ফুটবেই, দাবি বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়ের

মুখে জাতীয়তাবাদ আর দেশপ্রেম নিয়ে বড় বড় কথা বলে। অথচ নির্ভুলভাবে জাতীয় সংগীতই গাইতে পারেন না। ডুমুরজলার জনসভায় উপস্থিত বিজেপি নেতা-নেত্রীদের বিরুদ্ধে এভাবেই তোপ দাগলেন তৃণমূল সাংসদ।

তাঁর টুইট, ‘‘এই দেশবিরোধী কার্যকলাপের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কি ক্ষমা চাইবেন’’? টুইটের সঙ্গে ভুল জাতীয় সঙ্গীত গাওয়া ওই অংশের একটি ভিডিয়ো-ও পোস্ট করেন অভিষেক। 

যদিও বিজেপির তরফে দাবি করা হয়েছে, ‘‘আমরা জাতীয় সঙ্গীতকে অপমান করতে চাইনি। নেতা-নেত্রীরাও কেউ ভুল গান করেননি। মঞ্চে আরও অনেক মহিলা ছিলেন। তাঁদের কারও গলায় ভুল লাইন গাওয়ার স্বর মাইকে শোনা গিয়েছে।’’ 

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সম্পাদকের পছন্দ

টাটকা খবর

©2023 newsonly24. All rights reserved.