বিনয় মিশ্রর আত্মীয়ের সঙ্গে শুভেন্দু অধিকারীর কথোপকথন? জোরালো দাবি তৃণমূলের

শুভেন্দুকে গ্রেফতারির দাবি কুণালের। প্রতীকী ছবি

কলকাতা: সম্প্রতি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক দাবি করেন, পাচারকাণ্ডে ফেরার বিনয় মিশ্রর সঙ্গে আট মাস আগে ফোনে কথা বলেছেন শুভেন্দু। মঙ্গলবার সেই প্রসঙ্গ তুলে এ বার আরও স্পষ্ট ও জোরালো দাবি তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের। তাঁর দাবি, বিনয়ের আত্মীয়দের সঙ্গে সম্প্রতি নিজাম প্যালেসে বৈঠক করেন শুভেন্দু।

তৃণমূল মুখপাত্র কুণাল এ দিন বলেন, “২০২১ সালের ২১ ও ২২ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে শুভেন্দুর সঙ্গে বিকাশ মিশ্রে (বিনয় মিশ্রের ঘনিষ্ঠ আত্মীয়)-র নিজামে মুখোমুখি বৈঠক হয়। কি হয়নি? আমরা আশা করব , সেন্ট্রাল এজেন্সিগুলি, যে অভিযুক্তের কথা বলা হচ্ছে, এবং শুভেন্দু অধিকারী, এই দু’জনের মোবাইলের টাওয়ার লোকেশন চেক করা হোক। শুভেন্দু অধিকারী কী কী প্রস্তাব দিয়েছেন, অডিও ক্লিপে আছে। সেটিং করে দেব। আমরা জানতে চাই, পুরোটা কী। আমরা কোর্টের তত্বাবধানে তদন্ত চাই”।

[আরও পড়ুন: ‘কয়লা পাচারের আসামীকে ফোনে আশ্বাস শুভেন্দুর’, বিস্ফোরক অভিযোগ অভিষেকের]

অভিষেকের তোলা অভিযোগ নিয়েও মঙ্গলবার সরব হয়েছেন কুণাল। তিনি বলেন, “এখন দেখছি শুভেন্দু অধিকারী কোথাও বলছেন না, আমি কথা বলিনি বা আদালতে মানহানির মামলাও করেননি এখনও পর্যন্ত। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো পরিষ্কার করে বলেছেন, বিনয়-শুভেন্দু কথা হয়েছে। বেলা গড়িয়ে গেল, মানহানির মামলা কোথায় গেল? একে চিঠি, ওকে চিঠি দেন তো বারবার। নারদা তো না হয় ভোটের জন্য হয়েছিল। এ বার কী হল”।

উল্লেখ্য, সম্প্রতি ইডির জিজ্ঞাসাবাদ শেষে বেরিয়ে অভিষেক দাবি করেন, পাচারকাণ্ডে ফেরার বিনয় মিশ্রর সঙ্গে আট মাস আগে ফোনে কথা বলেছেন শুভেন্দু। যদিও গতকাল এই প্রসঙ্গ তুলে শুভেন্দু বলেন, তাঁর সঙ্গে নয়, বরং অভিষেকের সঙ্গেই বিকাশ মিশ্রের কথা হয়। এমন পরিস্থিতিতে কুণালের পাল্টা চাপ, শুভেন্দু মামলা না করলে বুঝতে হবে অভিষেকের দাবিই সত্য।

আরও পড়ুন: ‘নিশানা করছে সিবিআই’, জিজ্ঞাসাবাদ পর্ব শেষে বিস্ফোরক পরেশ পাল

Related posts

বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫ ঘোষণা, কারা পেল কোন পুরস্কার?

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে