নজর রাখছে অদৃশ্য চোখ! কেশপুরের সভা থেকে হুঁশিয়ারি অভিষেকের

কেশপুরের সভা থেকে বিরোধীদের পাশাপাশি নিজের দলের নেতাদেরও সতর্ক করে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার তাঁর হুঁশিয়ারি, ‘কোন অঞ্চল সভাপতি কী করছে সব আমার নজরে আছে।’

এ দিন কেশপুরের সভা থেকে অভিষেক বলেন, “কয়েকজন নেতার কাজে দলের মাথা নত হলে তা সহ্য করব না। পঞ্চায়েতের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্য়ায় দেবেন। মানুষ তৃণমূলকে যে ভাবে দেখতে চায় সেটাই নতুন তৃণমূল। যাঁরা ভেবেছেন প্রার্থী হয়ে মানুষের কাজ করবেন না, সে ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে।’

দলের স্থানীয় নেতৃত্বের উদ্দেশে তিনি বলেন, ‘সতর্ক থাকুন, নজর রাখছে অদৃশ্য চোখ। কে কোথায় কী কাজ করছেন, কী করছেন না, কোন অঞ্চল সভাপতি কী করছেন সেই খবর আমার কাছে আছে।’ আসন্ন পঞ্চায়েত ভোটের প্রার্থী মনোনয়ন নিয়ে তিনি বলেন, ‘যাঁকে মানুষ শংসাপত্র দেবে তিনি প্রার্থী হবেন। কোনো দাদার তল্পিবাহক হয়ে প্রার্থী হওয়া যাবে না। কারণ পাহারাদারের নাম অভিষেক বন্দ্যোপাধ্য়ায়।’

এ দিনের সভা থেকে বিরোধীদেরও হুঁশিয়ারি দিয়ে অভিষেক বলেন, আগে যারা বামেদের ঝান্ডা ধরেছিল তারাই এখন বিজেপি-র ঝান্ডা ধরেছে। নির্বাচনের আগে বিজেপি করে নির্বাচনের পরে তৃণমূলে এলে কেউ জানতে পারবে না এই ধারণা রাখা থেকে বিরত থাকার হুঁশিয়ারি দেন তিনি। তৃণমূলকে ভুল বুঝিয়ে নির্বাচনের সময় একরকম আবার নির্বাচনের পরে তৃণমূলের জামা পরে দলের চোখে ধুলো দেওয়া যাবে না সাফ জানিয়ে দেন তিনি।

Related posts

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, সব মামলাতেই মুক্তি—জেলমুক্তি কবে?