ইডি দফতরে অভিষেক-পত্নী রুজিরা, জেরা করতে দিল্লি থেকে এসেছেন আধিকারিকেরা

কলকাতা: বৃহস্পতিবার দুপুর ঠিক ১ টা ৩১ মিনিটে সিজিও কমপ্লেক্সে পৌঁছোন রুজিরা বন্দ্যোপাধ্যায়। মূলত বিদেশে রুজিরার নামে থাকা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়েই প্রশ্ন উঠেছে। ওই অ্যাকাউন্টের লেনদেন নিয়ে আগেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাঁকে। বৃহস্পতিবারও সেই বিষয়ে প্রশ্ন করতে পারেন ইডি আধিকারিকেরা।

এ দিন সকাল থেকেই কড়া পুলিশি নিরাপত্তায় ঘিরে ফেলা হয়েছে সিজিও কমপ্লেক্স। ইডির দফতরে প্রবেশ নিয়েও কড়াকড়ি করছে পুলিশ। ইডির দফতরের বাইরে বিধাননগর থানার পুলিশ মোতায়েন রয়েছে। ব্যারিকেড দিয়েও ঘিরে রাখা হয়েছে। সূত্রের খবর, রুজিরাকে জেরা করতে দিল্লি থেকে ইডির আধিকারিকেরা সিজিও কমপ্লেক্সে এসেছেন।

জানা গিয়েছে, সকাল ১১টায় হাজিরা দেওয়ার কথা থাকলেও এদিন ১২টা পাঁচ নাগাদ বাড়ি থেকে বেরোন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী। গত সোমবার দুবাইয়ের যাওয়ার পথে তাঁকে আটকে বিমানবন্দরেই হাতে নোটিশ ধরায় ইডি বলে খবর। যা নিয়ে রাজ্য রাজনীতিতে ব্যাপক শোরগোল।

Related posts

ফের শুরু হতে চলেছে বৃষ্টি-পর্ব, চলবে কত দিন

রামকৃষ্ণ মিশন এবং ভারত সেবাশ্রম সঙ্ঘের একাংশ সরাসরি রাজনীতি করছে, ক্ষোভ মমতার

আন্তর্জাতিক মিউজিয়াম দিবসে কলকাতা জাদুঘর জমজমাট সাধারণ মানুষের ভিড়