ইডির নোটিসকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাই কোর্টে মামলা দায়ের করলেন অভিষেক-রুজিরা

ডেস্ক: কয়লাকাণ্ডে ইডির নোটিসকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাই কোর্টে মামলা দায়ের করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়। অভিষেক এবং রুজিরার দাবি, ইডির তলবের উপর স্থগিতাদেশ দিক আদালত। গত ৬ সেপ্টেম্বর দিল্লিতে ইডি-র দফতরে গিয়েছিলেন। ৯ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তাঁকে। ফের ২১ সেপ্টেম্বর তাঁকে দিল্লিতে তলব করা হয়েছে।


অভিষেক প্রশ্ন তুলেছেন, কলকাতার মামলায় কেন দিল্লিতে তলব করা হচ্ছে? ৯ ঘণ্টার জিজ্ঞাসাবাদে সব প্রশ্নের জবাব দেওয়ার পরেও ফের কেন ডেকে পাঠানো হয়েছে? পাশাপাশি অভিষেকদের তরফে অভিযোগ করা হয়, কোনও আদালতের নির্দেশ না থাকা সত্ত্বেও সম্পূর্ণ এক্তিয়ার বহির্ভূতভাবে দিল্লিতে তদন্তপ্রক্রিয়া সরিয়ে আনার চেষ্টা করছে ইডি। অভিষেক এবং রুজিরা তদন্তে যাবতীয় সহযোগিতার আশ্বাস দিলেও শুধুমাত্র রাজনৈতিক কারণে তাঁদের বারংবার দিল্লিতে ডেকে পাঠানো হচ্ছে। রুজিরার প্রশ্ন, কোভিড পরিস্থিতিতে দুই সন্তান নিয়ে দিল্লিযাত্রা সম্ভব নয় বলে জানালেও কেন ফের তলব করা হয়েছে? ইডি-র সমনের উপরে স্থগিতাদেশের আর্জি করেছেন তাঁরা। 

Related posts

মালদহে বজ্রপাতে মৃত অন্তত ১১, দু’লক্ষ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা

ফিরছে তাপপ্রবাহ, কোথাও কোথাও বৃষ্টির পূর্বাভাস

২ তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি, বিজেপির অভিযোগে পাত্তা দিল না কমিশন