প্রথম পাতা খবর বুধবার ত্রিপুরার রাজধানী আগরতলায় পদযাত্রাও করবেন অভিষেক

বুধবার ত্রিপুরার রাজধানী আগরতলায় পদযাত্রাও করবেন অভিষেক

315 views
A+A-
Reset

ডেস্ক: একুশের বিধানসভা ভোটে এরাজ্যে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা পাওয়ার পরেই ত্রিপুরা জয়ে ঝাঁপাচ্ছে তৃণমূল। এই মুহূর্তে ত্রিপুরার রাজননৈতিক পরিবেশ যথেষ্ট উত্তপ্ত হয়ে রয়েছে৷ গত কয়েকদিন ধরেই সিপিএম-বিজেপি সংঘর্ষে রাজ্যের বিভিন্ন এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে৷ এই পরিস্থিতির মধ্যেই ফের সেরাজ্যে যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেবল যাচ্ছেনই না, ত্রিপুরার রাজধানী আগরতলায় পদযাত্রাও করবেন তিনি। 


 তৃণমূল সূত্রে খবর, ১৫ সেপ্টেম্বর দুপুর ২টোয় ত্রিপুরায় পদযাত্রা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে ওই পদযাত্রায় অংশগ্রহণ করতে পারেন এরাজ্যের তৃণমূলের বহু শীর্ষ নেতা।

আরও পড়ুন: সাতসকালে নিমতলা ঘাট স্ট্রিটে ভয়াবহ আগুন, দমকলের ১০টি ইঞ্জিন, ঘটনাস্থলে শশী পাঁজা

অভিষেকের নেতৃত্বে তৃণমূলের মিছিলকে কেন্দ্র করে নতুন করে উত্তপ্ত হতে পারে ত্রিপুরা৷ কারণ ত্রিপুরায় প্রথম বার পা দিয়েও বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে৷ তার পর থেকে একাধিকবার বিজেপি-র বিরুদ্ধে দলীয় নেতা, কর্মীদের উপরে হামলার অভিযোগে সরব হয়েছে তৃণমূল৷ এমন কি, দলীয় কর্মসূচি পালন করতে গিয়েও পুলিশ প্রশাসনের বাধা পেয়েছে পশ্চিমবঙ্গের শাসক দল৷ 

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.