হাওড়া ব্রিজে ৩ পথচারীকে পিষে দিল বাস, মৃত ২

কলকাতা: সোমবার দুপুরে মর্মান্তিক পথদুর্ঘটনা হাওড়া ব্রিজে। শিয়ালদহ স্টেশন থেকে হাওড়াগামী একটি বাসের চাকায় পিষ্ট তিন পথচারী। মৃত দুই, হাসপাতালে ভর্তি এক জন।

ঘটনায় প্রকাশ, এ দিন দুপুরে হাওড়া স্টেশনের দিকে যাচ্ছিল ২৮ নম্বর রুটের একটি যাত্রী-সহ বাস। ব্রিজ পার হয়ে স্টেশনের দিকে যাওয়ার সময় আচমকা নিয়ন্ত্রণ হারায় বাসটি। পিষে দেয় এক হকার-সহ তিন জনকে। তৎক্ষণাৎ আহতদের উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

হাসপাতালে নিয়ে গেলে দু’জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। বর্তমানে এক জন চিকিৎসাধীন। ঘটনাস্থলে পৌঁছে ঘাতক বাসটিকে আটক করে পুলিশ।

প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, রেষারেষির জেরে এই দুর্ঘটনা ঘটেছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে হাওড়া সিটি পুলিশ এবং গোলাবাড়ি ট্রাফিক গার্ড।

আরও পড়ুন: ছাত্রছাত্রীদের স্মার্টফোন বিতরণ অনুষ্ঠানে নিয়োগ দুর্নীতির প্রসঙ্গে বিরোধীদের এক হাত নিলেন মমতা

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক