আরজি কর কাণ্ডে ধৃতকে ১৪ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত

কলকাতা: আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় এখনও পর্যন্ত একজনকেই গ্রেফতার করা হয়েছে। ধৃত কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়। শুক্রবার আদালতে তোলা হলে ১৪ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক। 

এ দিন অভিযুক্তকে সিজিও কমপ্লেক্স থেকে নিয়ে যাওয়া হয় শিয়ালদহ আদালতে। কড়া নিরাপত্তার মধ্যে শিয়ালদহ আদালতে হাজির করানো হয় ধৃতকে। অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট (এসিজেএম) আদালতে হাজির করানো হয়েছিল তাকে।

এ দিন শিয়ালদা আদালত সঞ্জয় রায়কে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়। এ ছাড়া ধৃতের পলিগ্রাফ পরীক্ষা করানোর জন্য আবেদন করেছিল সিবিআই। সূত্রের খবর, সেই অনুমতি দিয়েছে আদালত।

উল্লেখ্য, গত ৯ আগস্টের ঘটনায় কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ। চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় পুলিশ দাবি করে সঞ্জয়ই মূল অভিযুক্ত। কারণ, পুলিশি জেরায় সঞ্জয় স্বীকার করেছে, সে-ই খুন করেছে এবং নিজে এই ঘটনায় ফাঁসি চেয়েছে। এখন এই মামলা সিবিআইয়ের তদন্তাধীন।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক