Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
এ বার পৃথিবী এবং চাঁদের আশ্চর্যজনক ছবি তুলে পাঠাল আদিত্য এল১ - NewsOnly24

এ বার পৃথিবী এবং চাঁদের আশ্চর্যজনক ছবি তুলে পাঠাল আদিত্য এল১

চাঁদের মাটিতে চন্দ্রযান ৩-এর সফল অবতরণের পর, বিক্রম ল্যান্ডার এবং প্রজ্ঞান রোভার বেশ কিছু চমকে দেওয়া ছবি পাঠিয়েছে। এখন সূর্য সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য পাঠানো করা আদিত্য এল১ পাঠাচ্ছে পৃথিবীর ছবি।

পৃথিবী এবং চাঁদের সঙ্গে একটি বিশেষ সেলফি তুলেছে আদিত্য এল১। একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO)।

বলে রাখা ভালো, আদিত্য এল১ উৎক্ষেপণের পর থেকে দু’বার কক্ষপথ পরিবর্তিত হয়েছে। সম্প্রতি ইসরো জানিয়েছে, আদিত্য এল১ সূর্যের এল১ পয়েন্টের দিকে ক্রমশন এগিয়ে চলেছে। আদিত্য এল১ এখন ২৪৫ কিমি x ২২৪৫৯ কিমি কক্ষপথ থেকে ২৮২ কিমি x ৪০২২৫ কিমিতে এগিয়ে গেছে।

Related posts

এসআইআর অসঙ্গতির তালিকা প্রকাশ্যে টাঙাতে, নথি নিলে দিতে হবে রশিদ, কমিশনকে নির্দেশ সুপ্রিম কোর্টের

এসআইআর নোটিস মন্ত্রী তাজমুলকে, শুনানিতে ডাক নওশাদেরও

এসএসসি মামলায় বয়সছাড়ে ব্রেক, হাই কোর্টের রায়ে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট