নির্বাচন কমিশনের ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ কর্মসূচি স্থগিতের দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করল অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস বা এডিআর। স্বেচ্ছাসেবী সংস্থাটির দাবি, এই নিবিড় সংশোধনীর কাজ বন্ধ না হলে প্রায় ৩ কোটি বৈধ ভোটারের নাম বাদ পড়তে পারে ভোটার তালিকা থেকে।
বর্তমানে বিহারে এই তালিকা সংশোধনের কাজ শুরু করেছে নির্বাচন কমিশন। কমিশনের দাবি, অবৈধ অনুপ্রবেশকারী ও অযোগ্য ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ। কমিশনের যুক্তি, এতে নিশ্চিত করা যাবে যাতে শুধুমাত্র যোগ্য ভারতীয় নাগরিকরাই ভোটাধিকার পান। পরে এই প্রক্রিয়া অন্যান্য রাজ্যেও চালু করা হবে।
তালিকাভুক্ত ভোটার বা নতুন আবেদনকারীদের বাড়ি বাড়ি গিয়ে বুথ লেভেলের অফিসাররা একটি নির্দিষ্ট ফর্ম দেবেন। সেই ফর্ম পূরণ করে জমা দিতে হবে। পাশাপাশি দিতে হবে ভারতীয় নাগরিকত্বের সেলফ অ্যাটেস্টেট ঘোষণাপত্রও।
এই প্রক্রিয়া নিয়ে বিরোধী দলগুলোর আপত্তি রয়েছে। তাদের দাবি, এইভাবে বহু বৈধ ভোটার তালিকা থেকে বাদ পড়বেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়টি নিয়ে প্রথম প্রতিবাদ জানান। এরপর ইন্ডিয়া জোটের তরফেও কমিশনের কাছে আপত্তি জানানো হয়। প্রয়োজন হলে দেশজুড়ে প্রচার এবং আইনি পদক্ষেপের কথাও জানানো হয় জোটের তরফে।
কমিশন পরে কিছু বিধিনিষেধে পরিবর্তন আনার কথা ঘোষণা করলেও, এডিআর মনে করছে এতে আশঙ্কা কাটছে না। সেই কারণেই তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। এখন দেখার, আদালত এই বিষয়ে কী রায় দেয়।