জালনোট পাচারচক্রে জড়িত সন্দেহে উত্তর ২৪ পরগনার বারাসত থেকে এক যুবককে গ্রেফতার করল হাওড়া সিটি পুলিশ। ধৃতের নাম রাহুল বিশ্বাস, বাড়ি দত্তপুকুরে। পুলিশ সূত্রে খবর, তাঁর কাছ থেকে এক লক্ষ ৮৬ হাজার টাকার জালনোট উদ্ধার হয়েছে।
গত কয়েক দিন ধরে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগ জালনোট পাচারকারীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। বৃহস্পতিবার রাতে প্রথম ধরা পড়ে জগাছা থানার গড়ফা এলাকার বাসিন্দা জসিমউদ্দীন লস্কর ওরফে রকি (৩১)। তাঁর কাছ থেকে আট হাজার টাকার জালনোট উদ্ধার হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে লিলুয়া থানার কোনা বাসস্ট্যান্ড থেকে রামিজ রাজা লস্কর ভিকি (৩০) নামে আর এক জনকে ধরা হয়। তাঁর পকেট থেকে উদ্ধার হয় পাঁচ হাজার টাকার জালনোট।
শনিবার দত্তপুকুর থেকে রাহুল বিশ্বাসকে গ্রেফতার করে তদন্তকারীরা। পুলিশের সন্দেহ, এই তিন অভিযুক্তের সঙ্গে কোনও আন্তঃরাজ্য জালনোট পাচারচক্রের যোগ রয়েছে।
হাওড়া সিটি পুলিশের ডিসিপি (ডিডি) বিশ্বজিৎ মাহাতো বলেন, ‘‘ধৃতদের সঙ্গে আন্তঃরাজ্য পাচারচক্রের সংযোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।’’ ধৃতদের হাওড়া আদালতে তোলা হলে বিচারক তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। কোথা থেকে এই জালনোট আসছে, কোথায় ছাপানো হচ্ছে, তা জানার চেষ্টা চলছে বলে জানান ডিসিপি।