২ বছর পর ফের দশ জনপথে মমতা-সোনিয়া মুখোমুখি, চড়ছে রাজধানীর পারদ

ডেস্ক: পাঁচ দিনের দিল্লি সফরে মঙ্গলবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর বাসভবন ৭ লোক কল্যাণ মার্গে গিয়ে দেখা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সকলের নজর থাকবে সোনিয়া-মমতা বৈঠকের দিকে। ২০২৪শে লোকসভা নির্বাচনের সলতে পাকাতে দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষ্য বিরোধী জোট এক কাট্টা করা। আজ, বুধবার বিকালে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক করবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


চলতি বছরে বিধানসভা নির্বাচনে বিপুল জয়ের পর এই প্রথম মুখোমুখি সাক্ষাৎ হতে চলেছে কংগ্রেস প্রধান এবং তৃণমূল সুপ্রিমোর৷ বুধেরভেই বৈঠক প্রায় নিশ্চিত, এমনটাই সূত্রের খবর৷ 
গতকাল থেকেই তৃণমূল কংগ্রেস নেত্রীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য একাধিক রাজনৈতিক নেতা সময় চেয়ে রেখেছেন। তারমধ্যে যেমন কেজরিওয়াল রয়েছেন তেমনই রয়েছেন জাভেদ আখতার, শাবানা আজমিও। আজ সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব ও এনসিপি প্রধান শরদ পাওয়ারের সঙ্গেও মমতা সাক্ষাৎ করবেন। বিকেলে সনিয়া গাঁধীর সঙ্গে বৈঠকের পর, সন্ধেয় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

আরও পড়ুন: অলিম্পিকে অপ্রতিরোধ্য পি ভি সিন্ধু


এছাড়াও আজ সকালে সুখেন্দুশেখর রায়ের বাড়িতে তৃণমূল সাংসদদের সঙ্গে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর সাংবাদিকদের সঙ্গে চা-চক্রে মিলিত হবেন তৃণমূল নেত্রী। কাজেই সকাল থেকেই ঠাসা কর্মসূচি রয়েছে তৃণমূল কংগ্রেস নেত্রী। এরই মধ্যে আবার দলের নেতাদের সঙ্গেও বৈঠক রয়েছে মমতার।


বিধানসভা ভোটে জিতে আসার পর প্রথমবার গতকাল দিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের জন্য আরও ভ্যাকসিন এবং অনেকদিন ধরে আটকে থাকা রাজ্যের নামবদলের বিষয়ে কথা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। 
মমতা দিল্লিতে পার রাখতেই রাজধানীতে খেলা হবে স্লোগান শোনা যাচ্ছে। সংসদেই খেলা হবে স্লোগান দিয়েছেন তৃণমূল কংগ্রেস সাংসদরা।

Related posts

প্রমাণ ছাড়াই ‘চুরি’র অভিযোগ, এ বার মানহানির মামলা করবেন মুখ্যমন্ত্রী

সুপ্রিম কোর্টে জামিন পেলেন তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা

শুরু পঞ্চম দফার প্রচার, আজ জোড়া সভা মমতার