পার্থ চট্টোপাধ্যায়ের পর আইকোর কাণ্ডে মানস ভুঁইয়াকে তলব সিবিআইয়ের

ডেস্ক: পার্থ চট্টোপাধ্যায়ের পর আইকোর কাণ্ডে আরও এক তৃণমূল বিধায়ককে তলব CBI-এর। তৃণমূল বিধায়ক মানস ভুঁইঞাকে কেন্দ্রীয় তদন্তকারীরা। আগামীকাল সল্টলেকে সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরে তলব করা হয়েছে মানস ভুঁইয়াকে। এর আগে গত সপ্তাহেও পার্থ চট্টোপাধ্যায়কে ডাকা হয়েছিল এই একই মামলায়। তিনি তদন্তকারী সংস্থার দফতরে হাজির না হতে পারায়, মন্ত্রীর দফতরেই পৌঁছে গিয়েছিলেন সিবিআই আধিকারিকরা।


আগামীকাল সোমবার বেলা ১২টার পর মানস ভুঁইয়াকে তলব করা হয়েছে বলে জানা গেছে। মূলত আইকোর মামলায় জিজ্ঞাসাবাদের জন্য এই তলব। এর আগে গত সপ্তাহেও পার্থ চট্টোপাধ্যায়কে ডাকা হয়েছিল এই একই মামলায়।

আরও পড়ুন: ‘পলিটিক্যাল ট্যুরিস্ট’! ভোটপ্রচারে বাবুলকে কটাক্ষ দিলীপ ঘোষের


সিবিআই সূত্রের খবর, আইকোরের অনুষ্ঠানে মানস ভুঁইয়াকে দেখা গিয়েছিল। অনুষ্ঠানে মঞ্চে দাঁড়িয়ে মানস বক্তৃতাও দিয়েছিলেন। আইকোর কর্তার সঙ্গে তাঁর যোগাযোগ ছিল কিনা, কোনও আর্থিক লেনদেন ছিল কিনা,  এ ব্যাপারে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গেছে। 

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক