হাই কোর্টের পরামর্শ মেনে নিয়ে রাজ্যের ৪ পুর নিগমের নির্বাচন পর্ব ৩ সপ্তাহ পিছনোর সিদ্ধান্ত ঘোষণা করে শনিবার বিকেলে নতুন করে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন এর এই সিদ্ধান্তকে আন্তরিকভাবে সাধুবাদ জানালেন তৃণমূল সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যেপাধ্যায়।
শনিবার রাজ্য নির্বাচনের তরফে নতুন বিজ্ঞপ্তি ঘোষণার পর পরই এক টুইট বার্তায় তৃণমূল সাংসদ অভিষেক বলেন, ‘‘রাজ্যে নির্বাচন ৩ সপ্তাহ পিছিয়ে দেওয়ার জন্য আমি মাননীয় হাই কোর্ট এবং নির্বাচন কমিশনকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই।”
একইসঙ্গে তৃণমূলের এই শীর্ষ নেতার মন্তব্য, “বাংলায় করোনা সংক্রমণের হার আগামী ৩ সপ্তাহে যাতে ৩ শতাংশেরও কম হয় তা নিশ্চিত করতে আমদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।”
অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর টুইটারে আরও লেখেন, “এই সময়ে করোনার বিরুদ্ধে লড়াই শক্তিশালী করার কাজে লাগানো উচিত।’’
এখানেই উল্লেখযোগ্য যে, মাত্র কয়েক দিন আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় সংবাদ মাধ্যমের সামনে মন্তব্য করেছিলেন যে, “বর্তমান কোভিড পরিস্থিতিতে যে কোনও ধরনের ভোটই পিছিয়ে দেওয়া উচিত।” তাৎপর্যের বিষয় হল, অভিষেকের সেই মন্তব্যের পর পরই আদালতের পরামর্শে স্থগিত হয়ে গেল রাজ্যের পুর নির্বাচন।