119
ডেস্ক: কামারহাটির তৃণমূল প্রার্থী মদন মিত্রকে বুথে ঢুকতে বাধা। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ জানালেন কামারহাটির তৃণমূল প্রার্থী। জানা গিয়েছে, সিআরপিএফ তাঁর পকেট সার্চ করার চেষ্টা করছে বলে উল্লেখ করেন মদন মিত্র। তিনি পকেট থেকে ঠাকুরের ছবি বের করে দেখান সংবাদমাধ্যমকে।
আরও পড়ুন: কমিশন নির্দেশ, মাত্র ৯ ঘণ্টা প্রচারের সুযোগ পাবেন নেতা ও প্রার্থীরা
যদিও পরে বুথে ঢোকেন মদন মিত্র। কমিশনকে নালিশ জানাবেন বলে জানিয়েছেন মদন মিত্র।
কালিন্দীর ৬২ নম্বর বুথে সুজিত বসুকে বুথে ভোটে ঢুকতে বাধা দেওয়ার উঠল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। তিনি কমিশনে অভিযোগ জানিয়েছেন।